গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় মহাসড়কের পাশ থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ৩ নম্বর গেটের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে যান বন বিভাগের কর্মকর্তারা।
ঢাকা বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেনসহ পুলিশের একটি ফরেনসিক টিম, গাজীপুর মহানগর পুলিশের সদর থানা ও ট্যুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, গতকাল সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি ঊর্ধ্বতন বন কর্মকর্তাদের জানান।