মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে দিনাজপুরের কাহারোলে উঠান বৈঠক করা হয়েছে। তীব্র গরমে গোপালগঞ্জ ও মাদারীপুরে শ্রমজীবী মানুষের মধ্যে খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :
গোপালগঞ্জ : তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ।
তীব্র গরমে শ্রমজীবী মানুষকে একটু স্বস্তি দিতে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা শহরের কোর্ট এলাকায় অর্ধশতাধিক রিকশা ও ভ্যানচালকের হাতে তুলে দেওয়া হয় বিশুদ্ধ খাবার পানির বোতল ও খাবার স্যালাইনের প্যাকেট। তীব্র গরমে এসব খেটে খাওয়া মানুষ নিজেদের যত্ন নিতে পারে না। তাই শ্রমজীবী মানুষদের জন্য বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে স্বাগত জানান পথচারীরা।
এ সময় উপস্থিত বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখা সব সময় ভালো কিছু করার চেষ্টা করে। যাতে দেশ ও দশের মঙ্গল হয়। এসব খেটে খাওয়া মানুষের হাতে আজ খাবার পানি আর স্যালাইন দিতে পেরে আমরা আনন্দিত।’
মাদারীপুর : বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গতকাল মাদারীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে শকুনি লেক ও এর আশপাশের সড়কে চলাচলরত শতাধিক সুবিধাবঞ্চিতকে শরবত পান করানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি ওহিদুজ্জামান কাজল, সাধারণ সম্পাদক জুবায়ের জাহিদ, সদস্য মো. দিদার হোসেন মোল্লা, সামিম, মো. মাহাবুব, ইসরাত জাহান, হিমেল হাওলাদার, সুরাইয়া আক্তার, ত্বোয়াহা, অধরা ইসলাম, জহির ইসলাম, স্নিগ্ধ, তাহারাত, মাজিয়া খাতুন, সিথা আক্তার, সোহাগী আক্তার, রাব্বি, রাতুল, অপর্ণা বালা, নাবিলা, হিমেল, জাহান, মুনা, স্বর্ণা, সজল, আরিফ, রাফি, সেফাত, সুমন, হৃদয়, নোমান, আল-আমিন, ইমন, মেহেদি, সিহাব, রোমান আহমেদ প্রমুখ।
বোচাগঞ্জ (দিনাজপুর) : বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার উদ্যোগে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল উঠান বৈঠক করা হয়েছে। এতে অতিথি ছিলেন সামাজিক সংগঠক নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার সভাপতি তানভীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ বায়জিদ ইসলাম, কার্যকরী সদস্য আরজিনা, মুনতাহা মুন, আবু বকর, জুবায়ের, মেহেরাব, শাহিদ, আরাফাত, মাহি, শাহরিযার, রিয়াদ, রবিউল, আসমা, রিফা, প্রান্ত, নীপা, রাকিব প্রমুখ।