ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭
শুভ কাজে সবার পাশে

মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কাহারোলে বৈঠক

  • গোপালগঞ্জ ও মাদারীপুরে শ্রমজীবী মানুষের মধ্যে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কাহারোলে বৈঠক
মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে গতকাল দিনাজপুরের কাহারোলে উঠান বৈঠক। ছবি : কালের কণ্ঠ

মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে দিনাজপুরের কাহারোলে উঠান বৈঠক করা হয়েছে। তীব্র গরমে গোপালগঞ্জ ও মাদারীপুরে শ্রমজীবী মানুষের মধ্যে খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :

শরবত বিতরণগোপালগঞ্জ : তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ।

তীব্র গরমে শ্রমজীবী মানুষকে একটু স্বস্তি দিতে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা শহরের কোর্ট এলাকায় অর্ধশতাধিক রিকশা ও ভ্যানচালকের হাতে তুলে দেওয়া হয় বিশুদ্ধ খাবার পানির বোতল ও খাবার স্যালাইনের প্যাকেট। তীব্র গরমে এসব খেটে খাওয়া মানুষ নিজেদের যত্ন নিতে পারে না। তাই শ্রমজীবী মানুষদের জন্য বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে স্বাগত জানান পথচারীরা।

এ সময় উপস্থিত বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘ  গোপালগঞ্জ জেলা শাখা সব সময় ভালো কিছু করার চেষ্টা করে। যাতে দেশ ও দশের মঙ্গল হয়। এসব খেটে খাওয়া মানুষের হাতে আজ খাবার পানি আর স্যালাইন দিতে পেরে আমরা আনন্দিত।

মাদারীপুর : বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গতকাল মাদারীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে শকুনি লেক ও এর আশপাশের সড়কে চলাচলরত শতাধিক সুবিধাবঞ্চিতকে শরবত পান করানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি ওহিদুজ্জামান কাজল, সাধারণ সম্পাদক জুবায়ের জাহিদ, সদস্য মো. দিদার হোসেন মোল্লা, সামিম, মো. মাহাবুব, ইসরাত জাহান, হিমেল হাওলাদার, সুরাইয়া আক্তার, ত্বোয়াহা, অধরা ইসলাম, জহির ইসলাম, স্নিগ্ধ, তাহারাত, মাজিয়া খাতুন, সিথা আক্তার, সোহাগী আক্তার, রাব্বি, রাতুল, অপর্ণা  বালা, নাবিলা, হিমেল, জাহান, মুনা, স্বর্ণা, সজল, আরিফ, রাফি, সেফাত, সুমন, হৃদয়, নোমান, আল-আমিন, ইমন, মেহেদি, সিহাব, রোমান আহমেদ প্রমুখ।

বোচাগঞ্জ (দিনাজপুর) : বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার উদ্যোগে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল উঠান বৈঠক করা হয়েছে। এতে অতিথি ছিলেন সামাজিক সংগঠক নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার সভাপতি তানভীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ বায়জিদ ইসলাম, কার্যকরী সদস্য আরজিনা, মুনতাহা মুন, আবু বকর, জুবায়ের, মেহেরাব, শাহিদ, আরাফাত, মাহি, শাহরিযার, রিয়াদ, রবিউল, আসমা, রিফা, প্রান্ত, নীপা, রাকিব প্রমুখ।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

মানববন্ধন ও বিক্ষোভ

শেয়ার
মানববন্ধন ও বিক্ষোভ
৪৩তম বিসিএস নন-ক্যাডার এর অধিযাচিত সকল পদে দ্রুত সার্কুলার প্রকাশের দাবিতে গতকাল সকালে আগারগাঁওয়ের পিএসসি কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় ১২ বছরের শিশু এবং রমনায় একটি বাসা থেকে সুফিয়া আক্তার (১০) নামে অপর এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টা ও ভোর সাড়ে ৪টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেশিশুটিকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে গৃহকর্মী ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

 

মন্তব্য

চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা এলাকায় পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে এ কে বিল্ডার্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মারধর ও গুলির ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা হলেন মো. আব্বাস, মো. ইয়ামিন, মো. সোহেল, মো. মাজহারুল ও মো. চাঁদ মিয়া।

গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য দেন। তিনি বলেন, এর আগে গত রবিবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা আট।

এ ঘটনায় মামলার এজাহার ও ভুক্তভোগীর বিবরণে বলা হয়, গত ১১ জুলাই পল্লবীর আলব্দির টেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারটি গুলি করে।

দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামের প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হন।

মন্তব্য
সংক্ষিপ্ত

ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২

রাজধানীর ওয়ারী থানায় হামলার শিকার হয়েছে সৈয়দ রেদোয়ান মাওলা (১৭) নামের এক শিক্ষার্থী। পরে এলাকাবাসী হামলাকারীদের মধ্যে আব্দুর রহিম মাহি (১৯) ও সাব্বির হোসেন রাতুল (১৯) নামের দুই কিশোরকে আটক করে পুলিশে দেয়।

রবিবার রাত ৯টার দিকে হাটখোলা রোডে ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, হামলাকারী ও ভুক্তভোগী সবাই শিক্ষার্থী।

তাদের মধ্যে নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে ওই রাতে পাঁচ-ছয়জন শিক্ষার্থী তাকে মারধর করছিল। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজনকে আটক করে পুলিশে দেয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ