আবুল হোসেন
পার্বতীপুরে সংবাদপত্রের এজেন্ট মোস্তাকিম সরকারের বাবা আবুল হোসেন (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যের কারণে গতকাল মঙ্গলবার সকালে পৌর এলাকার পাবলিক উচ্চ বিদ্যালয়সংলগ্ন নিজ বাড়িতে মারা যান। বাদ আসর জানাজা শেষে আব্বাসপাড়া কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। আবুল হোসেন আশির দশকে সংবাদপত্র বিক্রি শুরু করেন।
বাড়ি বাড়ি গিয়ে সংবাদপত্র বিক্রির মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। আবুল হোসেনের মৃত্যুতে পার্বতীপুরের সাংবাদিকরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

রমিজ খান
কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রমিজ খান (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত সোমবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গতকাল সকালে কুমিল্লা প্রেস ক্লাব মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ, সাবেক এআইজি মালিক খসরুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। বাদ জোহর নগরীর উত্তর চর্থায় দ্বিতীয় জানাজা শেষে মরদেহ টমছমব্রিজ কবরস্থানে দাফন করা হয়। কুমিল্লা প্রতিনিধি
আব্দুস সালাম বিশ্বাস
ফরিদপুরের মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সাবেক সভাপতি আব্দুস সালাম বিশ্বাস (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মাগুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাদ এশা নিজ গ্রাম পশ্চিম গাড়াখোলা জামে মসজিদে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আব্দুস সালাম বিশ্বাসের মৃত্যুতে সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম শোক প্রকাশ করেছেন। মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি