অবৈধ সম্পদ অর্জনের মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীন ও তাঁর ছেলে মো. ফয়সাল আবেদীনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বদরুল আলম ভূঞা অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই আদেশ দেন। এ সময় অভিযুক্ত জয়নুল আবেদীন আদালতে হাজির ছিলেন। তবে তাঁর ছেলে ফয়সাল আবেদীন পলাতক ছিলেন।
সংক্ষিপ্ত
সাবেক বিচারপতি জয়নুলের বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক

মামলার অভিযোগে বলা হয়, সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনের মোট সম্পদ এক কোটি ৩২ লাখ ৩৯ হাজার ১৭৪ টাকা। তাঁর ১৯৮২-১৯৮৩ করবর্ষ থেকে ২০১০-১১ করবর্ষ পর্যন্ত পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় হয়েছে ৬৪ লাখ ৭৪ হাজার ৩৯ টাকা। পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ অর্জিত সম্পদ এক কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২১৩ টাকা।
সম্পর্কিত খবর

রিটার্নিং-প্রিজাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে
নিজস্ব প্রতিবেদক

ভোটে অনিয়ম বন্ধে নির্বাচনী কর্মকর্তা নিয়োগে নির্বাচন কমিশন নতুন কৌশল নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, বড় পরিবর্তন আনা হচ্ছে প্রিজাইডিং অফিসার নিয়োগে। কোথাও কোথাও জেলা প্রশাসকদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান সিইসি।
প্রিজাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘বিগত নির্বাচনগুলোতে রিগিংয়ে (ভোট কারচুপি) সহায়তাকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের যথাসম্ভব পরিহার করব। নির্বাচন কমিশনের জেলা কর্মকর্তারা সে বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।’
সিইসি আরো বলেন, ‘আমাদের চিন্তা আছে ব্যাংকের অফিসারদের দায়িত্ব দেওয়া। কারণ তাঁরা তো সরকারে ছিলেন না।

আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ২৯.০হ্ন সে.। চট্টগ্রাম ২৯.৯হ্ন সে.। রাজশাহী ৩১.৬হ্ন সে.। রংপুর ৩৩.৩হ্ন সে.।
গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৬.৬হ্ন সে.।
রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বুরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সূত্র : আবহাওয়া অধিদপ্তর

মৃত্যুবার্ষিকী

নাজাহ জায়ান
টিভি টক শো তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের মেয়ে নাজাহ জায়ানের সপ্তদশ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহফিল, দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। নাজাহ জায়ান ২০০৮ সালের ১৫ জুলাই নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল চার মাস ছয় দিন।

ধ্বংসাবশেষ থেকে লোহার রড লুট
