<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসন্ন ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিটে চাপ বাড়ছে। গতকাল মঙ্গলবার দেওয়া হয়েছে ৫ এপ্রিলের টিকিট। শুরুর প্রথম আধাঘণ্টায় ৯৫ লাখ ১০ হাজার জন টিকিটের খোঁজে সার্ভারে আসেন। এই সময় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি করা হয়। দুপুর ২টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলের টিকিট। প্রথম আধাঘণ্টায় ৪৬ লাখ ৬০ হাজার হিট পড়ে সার্ভারে। </span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রেলওয়ের তথ্য বলছে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৭ হাজার ২০২টি টিকিট বিক্রি হয়। এদিন ঢাকা থেকে মোট ৩০ হাজার ৬২৩টি আসনের টিকিট বিক্রিরি জন্য বরাদ্দ ছিল। আজ বুধবার বিক্রি হবে ৬ এপ্রিলের টিকিট। </span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের আন্ত নগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। দুই ঘণ্টার মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়।</span></span></span></span></span></span></span></p> <p> </p>