ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭
একাত্তরের বধ্যভূমি সংরক্ষণ

৩ বছরের প্রকল্প শেষ হয়নি ৬ বছরেও

  • * সার্বিক অগ্রগতি ১২ শতাংশ * মেয়াদ বেড়েছে দুই বার * জমি অধিগ্রহণ ও লোকবল মূল সমস্যা
খায়রুল কবির চৌধুরী
খায়রুল কবির চৌধুরী
শেয়ার
৩ বছরের প্রকল্প শেষ হয়নি ৬ বছরেও

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী দেশজুড়ে অসংখ্য স্থানে গণহত্যা চালায়। ২০১৮ সালে এ রকম ২৮১টি বধ্যভূমি সংরক্ষণ ও সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণে একটি প্রকল্প হাতে নেয় সরকার। তিন বছর মেয়াদি এই প্রকল্পটি ছয় বছর পার করে ফেললেও অগ্রগতি মাত্র ১২.৪ শতাংশ। প্রকল্পটির বর্তমান গতি ও অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন খোদ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরাই।

বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পটির পরিচালকের দায়িত্বে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. জাহাঙ্গীর আলম। প্রকল্পটির ধীরগতির কারণ জানতে চাইলে তিনি বলেন, জায়গা পাচ্ছি না, অধিগ্রহণ হচ্ছে না, তাই কাজও হচ্ছে না। বেশির ভাগ জায়গাই ব্যক্তি মালিকানাধীন। যেগুলো সরকারি বা ফ্রি পাওয়া গেছে সেগুলো হয়ে গেছে।

প্রকল্পটির পরিচালক জানান, এ পর্যন্ত তিনি শুধু একটি অধিগ্রহণ করা জায়গাতে কাজ করতে পারছেন। সেই ব্যক্তি অনুমতি দিয়েছেন মাত্র দুই বছর আগে।

প্রকল্প পরিচালক জানান, ২৮১টির মধ্যে চলতি বছরের ২০ মার্চ পর্যন্ত ৩৫টি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। আরো ৯টির কাজ চলমান।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাঁচটি বধ্যভূমি সরক্ষণের কাজ শেষ হয়েছে ময়মনসিংহ জেলায়।

 

মেয়াদ বেড়েছে দুইবার

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছিল ২০১৮ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ৪৪২ কোটি ৪০ লাখ টাকার এই প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা গণপূর্ত অধিদপ্তর। তেমন অগ্রগতি না থাকায় ২০২১ সালে প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়। দ্বিতীয় দফায় আবারও মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের জুন নির্ধারণ করা হয়।

 

ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসনকে উদ্যোগী হতে হবে

বধ্যভূমির জন্য ভূমি অধিগ্রহণের দায়িত্ব পুরোটাই জেলা প্রশাসনের ওপর। তারা জায়গা চূড়ান্ত করে দিলে অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই জায়গা চূড়ান্ত না হওয়ায় কাজ এগোচ্ছে না। প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ডিসি সাহেবরা (জেলা প্রশাসক) একটু উদ্যোগী হলেই তাড়াতাড়ি হবে।

 

অর্থ ছাড় ও লোকবলের সংকট

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমানে প্রশাসনিক অনুমোদন পাওয়া ৫০টি বধ্যভূমির অধিগ্রহণ থমকে আছে। চার-পাঁচটির প্রক্রিয়া শেষ পর্যায়ে এলেও অর্থ মন্ত্রণালয় থেকে টাকা আসেনি। প্রকল্পের নেই কোনো স্থায়ী প্রকল্প পরিচালক। দীর্ঘদিন ধরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রকল্প পরিচালকের কাজ করে আসা উপসচিব জাহাঙ্গীর আলম বলেন, সাধারণত অন্য প্রকল্পগুলো নির্দিষ্ট একটি জায়গাতে হয়। কিন্তু এই প্রকল্পে সারা দেশে ২৮১টি স্থান রয়েছে। একটা জমি বের করতে যদি দুই-চার বছর লাগে, তাহলে ২৮১টির ক্ষেত্রে কী হবে?

 

মন্ত্রণালয়ের প্রক্রিয়া ত্রুটিপূর্ণ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির প্রকল্পের সমস্যার জন্য আমলানির্ভরতাকে দায়ী করেন। তিনি কালের কণ্ঠকে বলেন, মন্ত্রণালয় স্থানীয় জনগণ, মুক্তিযোদ্ধা সংসদসহ মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলোর কোনো সহায়তা নিচ্ছে না। তারা ডিসির ওপর দায়িত্ব দিয়েছে। ডিসির তো অন্য বহু প্রশাসনিক কাজ আছে। এটা করতে হবে বিশেষজ্ঞদের দিয়ে।

শাহরিয়ার কবির আরো বলেন, একজন গরিব কৃষক কেন তাঁর ফসলি জমি স্মৃতিসৌধ করার জন্য দেবেন? তাঁকে তো উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আর অর্থ বা লোকবল না থাকলে অন্য প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে কিভাবে?

প্রকল্পের ধীরগতির বিষয়টি স্বীকার করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কালের কণ্ঠকে বলেন, আমরা অর্থ বরাদ্দ দিচ্ছি। জমি অধিগ্রহণের ক্ষেত্রে জেলা প্রশাসনকে আরো তাগাদা দেব আমরা।

 

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

মানববন্ধন ও বিক্ষোভ

শেয়ার
মানববন্ধন ও বিক্ষোভ
৪৩তম বিসিএস নন-ক্যাডার এর অধিযাচিত সকল পদে দ্রুত সার্কুলার প্রকাশের দাবিতে গতকাল সকালে আগারগাঁওয়ের পিএসসি কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় ১২ বছরের শিশু এবং রমনায় একটি বাসা থেকে সুফিয়া আক্তার (১০) নামে অপর এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টা ও ভোর সাড়ে ৪টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেশিশুটিকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে গৃহকর্মী ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

 

মন্তব্য

চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা এলাকায় পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে এ কে বিল্ডার্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মারধর ও গুলির ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা হলেন মো. আব্বাস, মো. ইয়ামিন, মো. সোহেল, মো. মাজহারুল ও মো. চাঁদ মিয়া।

গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য দেন। তিনি বলেন, এর আগে গত রবিবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা আট।

এ ঘটনায় মামলার এজাহার ও ভুক্তভোগীর বিবরণে বলা হয়, গত ১১ জুলাই পল্লবীর আলব্দির টেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারটি গুলি করে।

দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামের প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হন।

মন্তব্য
সংক্ষিপ্ত

ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২

রাজধানীর ওয়ারী থানায় হামলার শিকার হয়েছে সৈয়দ রেদোয়ান মাওলা (১৭) নামের এক শিক্ষার্থী। পরে এলাকাবাসী হামলাকারীদের মধ্যে আব্দুর রহিম মাহি (১৯) ও সাব্বির হোসেন রাতুল (১৯) নামের দুই কিশোরকে আটক করে পুলিশে দেয়।

রবিবার রাত ৯টার দিকে হাটখোলা রোডে ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, হামলাকারী ও ভুক্তভোগী সবাই শিক্ষার্থী।

তাদের মধ্যে নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে ওই রাতে পাঁচ-ছয়জন শিক্ষার্থী তাকে মারধর করছিল। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজনকে আটক করে পুলিশে দেয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ