টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের জ্বালানি খাতের সবুজ রূপান্তর প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আয়োজিত এক সংলাপে যোগ দিয়েছেন সুইডেনের রাজকন্যা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ভিক্টোরিয়া। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ‘বাংলাদেশের জ্বালানি খাতের সবুজ রূপান্তর ত্বরান্বিত করা : টেকসই আগামীর জন্য সরকারি-বেসরকারি উন্নয়ন সহযোগিতা’ শীর্ষক সংলাপটির আয়োজন করা হয়।
ইউএনডিপি ও সুইডেন দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংলাপে সরকারি-বেসরকারি ও উন্নয়ন সংস্থার প্রধান অংশীদাররা উপস্থিত ছিলেন। জ্বালানি খাতে সবুজ রূপান্তরের চালিকাশক্তি, চ্যালেঞ্জ ও কৌশলগুলো নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক সুইডিশ মন্ত্রী ইয়োহান ফরশেল, জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এক্সটারনাল রিলেশনস ও অ্যাডভোকেসি পরিচালক উলরিকা মদির এবং এসবিকে টেক ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির।