বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনে আগে ‘কিংস পার্টি’ নামে পরিচিতি পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী
আন্দোলন-বিএনএম তিনি গঠন করেননি। ওই দলে যোগও দেননি। তিনি বলেন, তাঁর কাছ থেকে উৎসাহ না পেয়ে ক্রিকেটার সাকিব আল হাসান নিজের পথ বেছে নিয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে বনানীতে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে হাফিজ এ কথা বলেন।
তাঁকে ও সাকিব আল হাসানকে জড়িয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়া জানতে সংবাদ সম্মেলন ডাকা হয়।
হাফিজ উদ্দিন বলেন, ‘আমার ধারণা জন্মেছে যে সরকারের বিভিন্ন অপকর্ম লুকিয়ে রেখে জনগণের দৃষ্টি অন্যত্র নিবদ্ধ করার জন্যই আমার বিরুদ্ধে বিএনএম সৃষ্টির কাল্পনিক কাহিনির অবতারণা করা হয়েছে। আমি বলতে চাই, আমি নির্বাচন কমিশনে কাউকে পাঠাইনি, মনোনয়নপত্র সংগ্রহ কিংবা তদবির করার জন্য কাউকে কখনো পাঠাইনি। এই বিএনএম সৃষ্টি করেছেন কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, যাঁরা যোগ দেওয়ার অনুরোধ করেছেন এবং আমার বাসায় এসেছেন কয়েকবার।
আমার বাসায় ওই দলটির কোনো সভাও হয়নি। এসব মিথ্যাচার।’