ঢাকা, রবিবার ০৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২, ০৮ সফর ১৪৪৭

ঢাকা, রবিবার ০৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২, ০৮ সফর ১৪৪৭

আদর্শ বিক্রি না করতে আহবান জনপ্রতিনিধিদের প্রতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
আদর্শ বিক্রি না করতে আহবান জনপ্রতিনিধিদের প্রতি

আদর্শ বিক্রি না করতে জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়সভায় তিনি এই আহবান জানান।

মন্ত্রী বলেন, ৯ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। শুনেছি এটা নিয়ে পয়সার খেলা হচ্ছে।

কেউ পাঁচ হাজার দিচ্ছে তো কেউ ১০ হাজার। আবার ২৫ হাজারও দিচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি, আমার এলাকার মেম্বার ও চেয়ারম্যানরা এমন নন। তাঁরা বিক্রি হবেন না।
হাসতে হাসতে তিনি বলেন, কেউ যদি টাকা নিয়ে আসেন তাহলে কী করবেন, সেটা আমি বলে দেব না। তবে এটা বলতে পারি, আপনারা আদর্শকে বিক্রি করবেন না।

মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম খোকন, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ, কসবা পৌরসভার সাবেক মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজল হোসেন রিমন প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

সংক্ষিপ্ত

হাসিনার বিচার ছাড়া অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে পারে না

    উপদেষ্টা ফরিদা আখতার
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হাসিনার বিচার ছাড়া অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে পারে না

শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হওয়া বা অন্তর্বর্তী সরকার অন্য কোনো সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে পারে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। গতকাল শনিবার ঢাকায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ফরিদা আখতার বলেন, বাংলাদেশ ২.০ বলা উচিত নয়, বাংলাদেশ একটাই। শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হওয়া বা অন্য কোনো সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে পারে না অন্তর্বর্তী সরকার।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, একটি পক্ষ রাষ্ট্রের কোনো সংস্কার না করেই ক্ষমতা হস্তান্তরে উঠেপড়ে লেগেছে। শুধু সরকার পরিবর্তন করলেই লক্ষ্য পূরণ হবে না

 

 

মন্তব্য

শিক্ষাঙ্গন

শেয়ার
শিক্ষাঙ্গন

বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক উইক’-এর অংশ হিসেবে গতকাল শনিবার অনুষ্ঠিত হলো ‘ফিউচার অব সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক সেমিনার। সেমিনারটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটরিয়ামে। সঞ্চালনা করেন বাংলাদেশের সবচেয়ে তরুণ পরিবেশবিষয়ক লেখক এবং গবেষক ফারাজ ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার, আইএফসির দক্ষিণ এশিয়ার ইএসজি প্রজেক্ট লিড লোপা রহমান এবং উর্মি গ্রুপের পরিচালক শামরুখ ফখরুদ্দিন।

সংবাদ বিজ্ঞপ্তি

 

শিক্ষাঙ্গন

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে গতকাল প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘জিরো ওয়েস্টেজ ডেনিম এক্সিবিশন’ শীর্ষক প্রদর্শনী।  অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেনিম বিশেষজ্ঞ আরিফ লাবু, সাউদান ক্লথিংয়ের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ, বিজিএমই-এসআইসিআইপি চিফ কো-অর্ডিনেটর মুনির চৌধুরী এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা মিতা। সংবাদ বিজ্ঞপ্তি

 

প্রাসঙ্গিক
মন্তব্য

ব্যবসায়ী সোহাগ হত্যায় দুই আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ব্যবসায়ী সোহাগ হত্যায় দুই আসামি রিমান্ডে

ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার আবির হোসেন ও রোমান ব্যাপারীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে চার দিনের রিমান্ড শেষে আসামি সাগরকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন তাঁদের আদালতে হাজির করা হয়।

এরপর আবির ও রোমানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামি সাগরকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই আসামির চার দিন করে রিমান্ড ও অপর আসামি সাগরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শুক্রবার রাজধানী থেকে আবির ও রোমানকে গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্য
ড. দেবপ্রিয় ভট্টাচার্য

দেশ বিশেষ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
দেশ বিশেষ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশ একটি বিশেষ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। সামনে আরো বিভিন্ন চ্যালেঞ্জ আছে। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেছেন, ‘একসঙ্গে থাকবেন, দলাদলি করবেন না। ব্যক্তিগতভাবে যে যেই দলই করেন না কেন, হিন্দু সম্প্রদায়ভিত্তিক ঐক্যে যেন কোনো সময় ফাটল না ধরে।

এটা সবার খেয়াল রাখতে হবে।’ গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের বৃহত্তর এলেঙ্গা শ্মশানঘাটের মূল বেদির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বত্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি প্রণব কমল ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শ্রী শ্রী কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সাবেক শিক্ষক গোপাল চন্দ্র সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. গনেশ সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকার মানিক ভট্টাচার্য।

মন্তব্য

সর্বশেষ সংবাদ