আদর্শ বিক্রি না করতে জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়সভায় তিনি এই আহবান জানান।
মন্ত্রী বলেন, ‘৯ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। শুনেছি এটা নিয়ে পয়সার খেলা হচ্ছে।
কেউ পাঁচ হাজার দিচ্ছে তো কেউ ১০ হাজার। আবার ২৫ হাজারও দিচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি, আমার এলাকার মেম্বার ও চেয়ারম্যানরা এমন নন। তাঁরা বিক্রি হবেন না।’ হাসতে হাসতে তিনি বলেন, ‘কেউ যদি টাকা নিয়ে আসেন তাহলে কী করবেন, সেটা আমি বলে দেব না। তবে এটা বলতে পারি, আপনারা আদর্শকে বিক্রি করবেন না।’
মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম খোকন, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ, কসবা পৌরসভার সাবেক মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজল হোসেন রিমন প্রমুখ।