চট্টগ্রামে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে গত সোমবার লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সঙ্গে কাজ করছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও। তবে কবে নাগাদ আগুন পুরোপুরি নেভানো যাবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি দুই দিন ধরে কাজ করছেন।
বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে গঠিত ৯ সদস্যের এই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হারুন পাশা গতকাল বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘গুদামের ভেতরে এখনো আগুন জ্বলছে। সেখানে দাহ্য পদার্থ বেশি। আমরা গত সোমবার বিকেলে আগুন লাগার পর থেকে নেভানোর কাজ করে যাচ্ছি।
এখন আটটি স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে।’
আব্দুল্লাহ হারুন পাশা বলেন, ২৫ হাজার বর্গফুটের গুদামে এক লাখ ১০ হাজার মেট্রিক টন কাঁচামাল (অপরিশোধিত চিনি) পুড়ে গেছে। আগুন নেভানোর কাজ অব্যাহত আছে। গুদামের ভেতর রয়েছে আগুন।
নেভাতে আরো সময় লাগতে পারে।
গত সোমবার বিকেল পৌনে ৪টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে ইছানগর এলাকায় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এস আলম সুগার রিফাইন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ নম্বর গুদামে আগুন লাগে। তবে কিভাবে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
আগুন নির্বাপণের জন্য গত সোমবার বিকেল থেকে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
সেই সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর জন্য কাজ করেছেন। এর মধ্যে গত সোমবার রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গতকাল বুধবার থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। এদিকে সেখানে উৎসুক জনতার ভিড় লেগেই আছে।