<p>বগুড়ার শেরপুরে দিনদুপুরে মাদরাসা শিক্ষকের বসতবাড়ির তালা ভেঙে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল শনিবার সকালে ভুক্তভোগী ওই শিক্ষকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গ্রিল ও তালা কাটা পার্টি আতঙ্ক দেখা দিয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের বাসিন্দা ও জামুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার শিক্ষক মানছুর রহমান শুক্রবার দুপুরে বাড়িতে তালা লাগিয়ে পরিবারের সবাইকে নিয়ে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যান। সেই সুযোগে সংঘবদ্ধ দুর্বৃত্তরা প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির পাঁচটি কক্ষের তালা কেটে আট ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা নিয়ে যায়। জানতে চাইলে শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যেই মালপত্র উদ্ধার ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।</p>