রাজধানীর শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে এক যুবকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুধু তা-ই নয়, ভুক্তভোগীর পরনে থাকা জামা ও জুতাও খুলে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
শুক্রবার সকালে শ্যামলী ২ নম্বর রোডে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটে।
শেরেবাংলানগর থানার ওসি ইমাউল হক কালের কণ্ঠকে জানান, ভুক্তভোগী যুবকের নাম শিমিয়ন (২৭)।
তিনি একমি ল্যাবরেটরিতে কেমিস্ট হিসেবে কাজ করেন। শ্যামলী ২ নম্বর রোডের একটি ভাড়া বাসায় থাকেন তিনি। শুক্রবার সকালে অফিসে যাওয়ার সময় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।
ওসি জানান, এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী থানায় এসে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।
ছিনতাইকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিমিয়ন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে তিন ছিনতাইকারী তাঁর পথ রোধ করে। পরে দুজন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর সঙ্গে থাকা ব্যাগ, টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়।
ভুক্তভোগীর পরনে থাকা জামা ও জুতা খুলে নিতেও দেখা যায়। এরপর ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।