ঢাকা, বুধবার ২৭ আগস্ট ২০২৫
১১ ভাদ্র ১৪৩২, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকা, বুধবার ২৭ আগস্ট ২০২৫
১১ ভাদ্র ১৪৩২, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

টঙ্গীতে পৃথক সহিংসতায় আহত ১৭, আটক ৬

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
টঙ্গীতে পৃথক সহিংসতায় আহত ১৭, আটক ৬

টঙ্গীতে পৃথক সহিংসতায় চার কলেজছাত্রসহ ১৭ জন আহত হয়েছে। এসব ঘটনায় পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার হয়েছে ছয়জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এবং আগের দিন সোমবার মধ্যরাতে এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন তেজগাঁও কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান নাফি (১৮), উত্তরা টাউন কলেজের প্রথম বর্ষের মশিউর রহমান সিজান (১৮), উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের আফরাজুর রহমান রিদম (১৮) ও মাদরাসাছাত্র আরাফাত হোসেন (১৮)। তাঁদের মধ্যে আরাফাতকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কার সমর্থকরা গতকাল মঙ্গলবার দুুপুর ২টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় নৌকা সমর্থকদের ওপর আক্রমণ করে চার কলেজছাত্রকে আহত করে। আহতদের টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মেহেদী হাসান নাফি বলেন, আমি কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হই। রাস্তায় আমার বন্ধু রিদমকে মারতে দেখে কারণ জিজ্ঞেস করি। এ সময় স্থানীয় জয়নাল, রাব্বি ও ফাহাদ আমাকেও মারধর শুরু করে।

আমাদের সামলাতে এসে আরাফাত ও সিজানও আহত হয়। এরপর সন্ত্রাসীরা আমাদের চারজনকে জয়নালের বাসায় নিয়ে গিয়ে দরজা বন্ধ করে অমানসিক নির্যাতন করে।

সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নাল, ফাহাদ ও রাব্বি নামের তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত)  জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে সোমবার রাত সাড়ে ১১টায় টঙ্গী পশ্চিম থানার সাতাইশ রোড এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গতকাল সকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়, নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকরা ঝুটের মাল নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়। আহতদের মধ্যে ঈগল প্রতীকের সমর্থক আটজন ও নৌকা প্রতীকের পাঁচজন রয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নৌকা প্রতীকের সমর্থক মো. কুদ্দুস বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানয় ১২ জনকে শনাক্ত ও ১২ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে ২৪ জনের নামে একটি মামলা করেন। পুলিশ গতকাল মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিনজন হলেন কাজী কামাল (৪৭), কাজী হুমায়ুন (৪৪) ও আসাদুজ্জামান জনি (৩৫)। তাঁরা সবাই টঙ্গীর সাতাইশ এলাকার বাসিন্দা এবং যুবলীগের কর্মী। ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাহ বলেন, গেল ১৭ জানুয়ারি আমার এক ব্যক্তির নামে কারখানার ওয়ার্ক অর্ডার হয়েছে। গত রাতে কারখানা থেকে মাল বের করতে গেলে হাজি কামাল গং হামলা করে আমাদের পাঁচজনকে আহত করে। তাঁদের মধ্যে কুদ্দুস, আতিক, ইরান ও শাহিন হাসপাতালে ভর্তি।

ঈগল প্রতীকের সমর্থক রবিউল ইসলাম বলেন, কাজী কামাল ওই কারখানার নিকট জমি দেয়। সেই থেকে ব্যবসা করে আসছে। চলতি মাসের ৩ তারিখ কারখানা কর্তৃপক্ষ ওয়ার্ক অর্ডার দিয়েছে। গত রাতে কারখানা থেকে মালপত্র বের করতে গেলে কুদ্দুস সমর্থকরা হামলা করে আমাদের আটজনকে আহত করে। আমরা নৌকার নির্বাচন না করে গাজীপুর মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের ঈগল প্রতীকের নির্বাচন করেছি। তাই আমাদের থেকে ব্যবসা ছিনিয়ে নিতে হামলা ও গ্রেপ্তার চালানো হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। থানায় মামলা হওয়ায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ভিকারুননিসার সেই শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ভিকারুননিসার সেই শিক্ষক বরখাস্ত

হিজাব পরায় ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গতকাল প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির একটি শ্রেণিকক্ষ থেকে ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বসুন্ধরা প্রভাতি শাখার সহকারী শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী সাত কর্মদিবসের মধ্যে কেন তাঁকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

 

মন্তব্য
সংক্ষিপ্ত

মৃত্যু নেই, হাসপাতালে আরো ৪৭০ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মৃত্যু নেই, হাসপাতালে আরো ৪৭০ ডেঙ্গু রোগী

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৪৭০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে রোগটিতে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য বলছে, গত এক দিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরের ১৪৮ জন, বরিশাল বিভাগে ৯৪ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন ও রংপুর বিভাগে ছয়জন।

রাজশাহী ও সিলেট বিভাগে কোনো রোগী পাওয়া যায়নি।  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে এ পর্যন্ত ২৯ হাজার ৫১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১১৮ জন। সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে বরিশাল বিভাগে।
এই বিভাগে রোগী ৯ হাজার ৭২৩ জন, মৃত্যু ১৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এক হাজার ৪১৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪৭৮ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছে ৯৩৮ জন।

 

 

মন্তব্য
ডা. মোস্তাক আহমেদের সাক্ষ্য

চিকিৎসায় বাধা দিয়েছিলেন স্বাচিপের চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চিকিৎসায় বাধা দিয়েছিলেন স্বাচিপের চিকিৎসকরা

জুলাই অভ্যুত্থানের সময় নির্বিচারে গুলি চালিয়ে আন্দোলনকারীদের হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের আরো পাঁচ সাক্ষী। তাঁরা হলেন—মিটফোর্ড হাসপাতালের সহকারী পরিচালক মফিজুর রহমান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার মনিরুল ইসলাম, একই হাসপাতালের একই বিভাগের চিকিৎসক মোস্তাক আহমেদ, ফেনীর ব্যবসায়ী গুলিবিদ্ধ নাসিরউদ্দিন ও শহীদ শাহরিয়ার খান আনাসের নানা সাইদুর রহমান খান।

গতকাল মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁরা সাক্ষ্য দেন। সাক্ষীরা হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ জড়িতদের বিচার দাবি করেন ট্রাইব্যুনালের কাছে।

পরে তাঁদের জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমীর হোসেন।

 

মন্তব্য
শামা ওবায়েদ

আ. লীগ আমলে দল-মত-নির্বিশেষে জনগণ নির্যাতিত হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
আ. লীগ আমলে দল-মত-নির্বিশেষে জনগণ নির্যাতিত হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আওয়ামী লীগ শাসনামলে গত ১৫ বছরে দল-মত-নির্বিশেষে দেশের জনগণ নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছে। তবে সেই পরিস্থিতির মধ্যেই জনগণের মধ্যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন জেগেছিল। গতকাল ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ