ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বিবাহ নিবন্ধন কার্যক্রমে শৃঙ্খলা আনার উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। এর অংশ হিসেবে বিয়েতে কত টাকা কর দিতে হবে তা জানাল সংস্থাটি।
গতকাল মঙ্গলবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম বিয়ে বা স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ১০০ টাকা, প্রথম স্ত্রীর জীবদ্দশায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা, প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে তৃতীয় বিয়ের ক্ষেত্রে ২০ হাজার টাকা ও প্রথম তিন স্ত্রীর জীবদ্দশায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে চতুর্থ বিয়ের ক্ষেত্রে ৫০ হাজার টাকা বিবাহ কর দিতে হবে।
তবে প্রথম স্ত্রী মানসিক ভারসাম্যহীন অথবা বন্ধ্যা হলে এ ক্ষেত্রে শুধু ২০০ টাকা বিবাহ কর দিতে হবে।
ডিএসসিসি জানায়, করপোরেশনের আওতাধীন এলাকার বিবাহ নিবন্ধন কার্যক্রমে শৃঙ্খলা আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিয়ে নিবন্ধনসংক্রান্ত বিষয়াবলি যেমন : শৃঙ্খলিত ও তথ্যসমৃদ্ধ হবে তেমনি ভবিষ্যতে ভিত্তি হিসেবে ব্যবহারে বিশেষত বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে অন্যান্য সংস্থাকে সংশ্লিষ্ট তথ্যাদি সরবরাহ ও সিদ্ধান্ত গ্রহণেও সহায়ক হবে। একই সঙ্গে বাড়বে সংস্থার রাজস্ব আদায়।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বিবাহবিচ্ছেদ সবার কাছে অপ্রত্যাশিত বিষয়। কিন্তু তার পরও বাস্তবতার নিরিখে বিবাহবিচ্ছেদ হয়ে থাকে। বিবাহবিচ্ছেদসংক্রান্ত তথ্যাদি করপোরেশনে এলেও বিবাহ নিবন্ধনসংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে থাকে না। কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশন আইন অনুযায়ী এটা বাধ্যতামূলক।