ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭
ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

জমির নামজারি প্রক্রিয়া বাতিলের খবর গুজব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জমির নামজারি প্রক্রিয়া বাতিলের খবর গুজব

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জমির নামজারি প্রক্রিয়া বাতিলের খবরকে গুজব বলেছে ভূমি মন্ত্রণালয়। গতকাল বুধবার ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সম্প্রতি জমির নামজারি প্রক্রিয়া বাতিল হয়েছে জানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ও ভিডিও কনটেন্ট তৈরি ও শেয়ার দিচ্ছে দুর্বৃত্তরা। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে।

মানুষ যাতে বিভ্রান্ত না হয়, সে জন্য ভূমি মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান ভূমি ব্যবস্থাপনায় নামজারি প্রক্রিয়া বাতিলের কোনো সুযোগ নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার জনগণের সুবিধার্থে ও ভোগান্তি কমাতে নামজারি প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে। জমি ক্রয় কিংবা অন্য কোনোভাবে মালিকানা পরিবর্তন-পরবর্তী ভূমি নিবন্ধনের পর স্বয়ংক্রিয়ভাবে নামজারি সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে রেজিস্ট্রেশন-মিউটেশন আন্ত সংযোগের মাধ্যমে।

মন্তব্য

সম্পর্কিত খবর

আবহাওয়া পূর্বাভাস

শেয়ার
আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৫.৩ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.০ ডিগ্রি সে.। রাজশাহী ৩৬.০ ডিগ্রি সে.। রংপুর ৩৫.৮ ডিগ্রি সে.।

খুলনা ৩৫.৫ ডিগ্রি সে.। বরিশাল ৩৩.৫ ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৩.৮ ডিগ্রি সে.। সিলেট ৩৪.৫ ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৮.০ ডিগ্রি সে.।

চট্টগ্রাম ২৫.৭ ডিগ্রি সে.। রাজশাহী ২৭.০ ডিগ্রি সে.। রংপুর ২৭.০ ডিগ্রি সে.। খুলনা ২৭.৫ ডিগ্রি সে.।
বরিশাল ২৬.৬ ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৭.৫ ডিগ্রি সে.। সিলেট ২৫.৫ ডিগ্রি সে.

রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

মন্তব্য
শ্রম উপদেষ্টা

শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে

অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকরা দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। তাঁদের সব যৌক্তিক দাবি ও চাহিদাগুলো পূরণের জন্য সরকার কার্যকর পদক্ষেপ  গ্রহণ করেছে। শ্রমিকদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে। গতকাল শনিবার জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদযাপন উপলক্ষে সাভারে রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শ্রমিকদের সংগঠন তৈরির সুযোগ বৃদ্ধির কথা উল্লেখ করে এ সময় তিনি বলেন, যেকোনো প্রতিষ্ঠানে পাঁচজন শ্রমিক থাকলে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। কোনো শিল্পপ্রতিষ্ঠান ট্রেড ইউনিয়নকে কালো তালিকাভুক্ত করতে পারবে না। এ জন্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। সামাজিক ক্লাবগুলোও শ্রম আইনের আওতায় আসবে।

শ্রম উপদেষ্টা বলেন, শ্রম আইন ২০০৬ অনুযায়ী শ্রমিকদের অসন্তোষ দূর করতে আমরা কাজ করছি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমিক ও মালিক উভয় পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করছে। অনেক মালিক ভালো কাজ করলেও কিছু অসাধু মালিক নতুন সমস্যা সৃষ্টি করছে, যা সমাধানে আমরা সচেষ্ট।

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শ্রম আইন সংশোধন, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের  দক্ষতা উন্নয়নে কাজ করা হচ্ছে। জেনেভায় আইএলও সম্মেলনে শ্রমিকদের কল্যাণের জন্য বাংলাদেশের পক্ষে জোরালো আবেদন করা হয়েছে।

শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, কৃষি, শিল্প, গার্মেন্টস ও রপ্তানি খাতে শ্রমিকদের পরিশ্রম দেশের অর্থনীতিকে সচল রেখেছে। বিদেশে কর্মরত শ্রমিকদের রেমিট্যান্স অর্থনীতিকে শক্তিশালী করছে। আমি যত দিন এই সরকারের প্রতিনিধি হিসেবে আছি আমি শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ করার জন্য রাস্তায় নামতেও রাজি আছি।

আপনারা আমাকে বহুদিন ধরে চেনেন, আমি যে কথা বলি সে কথা রাখি।

শ্রমিক সমাবেশে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ (এনডিসি, পিএসসি) বলেন, শ্রমিকরা দেশকে ভালোবাসে আমরা দেখেছি, স্বৈরাচার পতনের পর সাভার ও নারায়ণগঞ্জের শ্রমিকরা কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানকে সচল রেখেছে। দেশের অর্থনীতি সচল রাখতে শ্রমিকরা ছিল সহযোগিতাপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মর্মবাণী ছিল বৈষম্যের বিরোধিতা। বর্তমান সরকার শ্রমিকদের বৈষম্য নিরসনে সচেষ্ট। বৈষম্যমুক্ত সমাজ ও দেশ প্রতিষ্ঠা না করা পর্যন্ত জুলাই আন্দোলনের যে স্পিরিট সেটা বহাল থাকবে।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

অন্যের স্ত্রী নিয়ে ঘুরতে গিয়ে এসআই ক্লোজড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শেয়ার
অন্যের স্ত্রী নিয়ে ঘুরতে গিয়ে এসআই ক্লোজড

অন্যের স্ত্রী নিয়ে ঘুরতে যাওয়ার ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার রাতে তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত। তিনি বলেন, শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগ ওঠায় মাহবুব হোসেন নামের এক এসআইকে ক্লোজড করা হয়েছে। তাঁকে মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমিকা নিয়ে নগরীর বেলস পার্কে ঘুরতে যান মাহবুব। এ সময় ওই নারীর স্বামী তাঁদের হাতেনাতে আটক করেন। স্থানীয়দের তোপের মুখে পড়ে ওই নারীকে রেখে সটকে পড়েন এসআই মাহবুব। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মন্তব্য
হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী

ফুল হাতে নুহাশপল্লীতে মীরা রূপা হিমুরা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ফুল হাতে নুহাশপল্লীতে মীরা রূপা হিমুরা

মীরা রূপা হিমুদের হাতে রংবেরঙের ফুল। ফুল নিয়ে দলে দলে প্রবেশ করছেন ভক্ত-শুভানুধ্যায়ীরাও। কেউ সমাধিতে ফুল রেখে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, কেউ অশ্রুসিক্ত চোখে দুই হাত তুলে মোনাজাত করছেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁদেরকে দল বেঁধে ঘুরতে দেখা গেছে সবুজ চত্বর, ঔষধি গাছের বাগান, বৃষ্টি বিলাস, ভূত বিলাস, লীলাবতী দিঘি, মৎস্যকুমারী লেকে।

গতকাল শনিবার সকালে এমন দৃশ্য দেখা গেছে দেশের জনপ্রিয় লেখক, চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকার হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিস্থল গাজীপুরের নুহাশপল্লীতে।

সকাল থেকেই গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে নুহাশপল্লীতে ভক্তদের সমাগম ঘটতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুল হাতে শ্রদ্ধা জানাতে আসা ভক্ত, কবি, লেখক, প্রকাশক আর নাট্যজনদের ভিড়ও বাড়তে থাকে। হলুদ পাঞ্জাবি গায়ে খালি পায়ে হিমু ও নীল শাড়িতে সেজে আসেন মীরা-রূপারাও।

ফুলেল ভালোবাসায় স্মরণ ও শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন হিমু পরিবহনের সদস্যরাও।

রূপা সেজে হিমু পরিবহনের সঙ্গে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুর্শিদা খন্দকার রূপা বলেন, স্যারের গল্প, উপন্যাস, নাটক, সিনেমা সবগুলোতেই নুহাশপল্লীর দৃশ্য ও বিভিন্ন স্থান যেমনবৃষ্টি বিলাস, ভূত বিলাস, লীলাবতী দিঘি এসবের বর্ণনা রয়েছে। এখানে এলে এসব খুঁজে পাই। 

হিমু পরিবহন গাজীপুরের সদস্য আফরিনা তানজিন ঊর্মি বলেন, আমাদের প্রত্যেকের মধ্যেই একজন হিমু, মীরা বা রূপা রয়েছে।

স্যারের সকল লেখা আমাদের সব সময়ের অনুপ্রেরণার উৎস

নন্দিত লেখকের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে অন্য প্রকাশের প্রধান নির্বাহী মো. মাজহারুল ইসলাম বলেন, স্যার নেই ১৩ বছর। কিন্তু তাঁর বইয়ের চাহিদা এখনো আগের মতোই অটুট। গত বইমেলা এবং তার আগের মেলায়ও বিক্রির শীর্ষে ছিল স্যারের বই।    

প্রতিবছর মৃত্যুবার্ষিকীতে নুহাশপল্লীতে পরিবারের লোকজন ও ভক্ত-শুভানুধ্যায়ীরা হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন।

শ্রদ্ধা জানাতে দুই পুত্র নিষাদ-নিনিতকে নিয়ে বৃহস্পতিবার রাতে নুহাশপল্লীতে আসেন হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নুহাশপল্লীর কর্মচারী, এতিম শিশু ও ভক্ত-শুভানুধ্যায়ী এবং দুই ছেলেকে নিয়ে লেখকের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন তিনি। এ উপলক্ষে নুহাশপল্লীতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত : হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী নেত্রকোনার কেন্দুয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

গতকাল দিনব্যাপী হুমায়ূন আহমেদের পিতৃভূমি উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুর গ্রামে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এসব কর্মসূচির আয়োজন করে। আলোচনাসভায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক শরীফ আনিস আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্যরা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও হুমায়ূনভক্তরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ