<p><img alt="রূপগঞ্জে কম্বল উপহার পেল শতাধিক এতিম শিশু" height="50" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/january/07-01-2024/Kbr/kalerkantho-OA-52A.jpg" style="float:left" width="200" />বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলার শতাধিক এতিম শিশুকে কম্বল উপহার দেওয়া হয়েছে। রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল শুক্রবার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িয়াকান্দি ইসলামিয়া রশিদিয়া মাদরাসা ও এতিমখানা এবং সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাও নুরজাহানিয়া কওমিয়া মাদরাসা ও এতিমখানার শতাধিক এতিম শিশুকে এসব কম্বল দেওয়া হয়।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন দড়িয়াকান্দি ইসলামিয়া রশিদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আসআদ, মাদরাসার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, বরগাও নুরজাহানিয়া কওমিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবুল কালাম, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এস এম শাহাদাত, রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইল ইউনিয়ন শাখার উপদেষ্টা ও ডিকেএমসি হসপিটালের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম, আরেক উপদেষ্টা ও গোলাকান্দাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাসির মিয়া, সভাপতি আব্দুল কাদির মোল্লা সুমন প্রমুখ।</p> <p>কম্বল পেয়ে এতিম শিশু সোহেল বলে, ‘প্রাণ খুলে দোয়া করি বসুন্ধরা শুভসংঘের জন্য।’</p> <p>শিশু মঞ্জুরুল ইসলাম বলে, ‘কী যে শীত, বোঝাতে পারব না। বসুন্ধরা শুভসংঘের এই কম্বলডা দিয়ে এই শীতটা ভালোভাবে পার করতে পারব।’</p> <p>শিশু লাদিব বলে, ‘আমি নতুন কম্বল পেলাম তাতে ভারি খুশি। তীব্র এই শীতে কম্বলটা খুব উপকারে আসবে। দোয়া করি, বসুন্ধরা শুভসংঘ যেন মানুষের আরো সহযোগিতা করতে পারে।’</p> <p>দড়িয়াকান্দি ইসলামিয়া রশিদিয়া মাদরাসার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ এতিম এসব শীতার্ত শিশুকে কম্বল দিয়েছে। এতে এতিম ছোট শিশুদের কষ্ট লাগব হবে। বসুন্ধরা শুভসংঘের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।’</p> <p>ডিকেএমসি হসপিটালের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সারা দেশে মানুষের কল্যাণে যেভাবে দরিদ্র জনগোষ্ঠীর সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে, এভাবে প্রত্যেক বিত্তবান মানুষ যদি সমাজের জন্য কাজ করে, তাহলে সমাজে দরিদ্র লোক কষ্টে থাকবে না।’</p>