নিরাপদ সবজি চাষে রাসায়নিক সারের বিকল্প হিসেবে দেশে ভার্মি কম্পোস্ট জৈব সার অর্থাৎ কেঁচো সার ব্যবহারে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প নামে কেঁচো সারের (ভার্মি কম্পোস্ট) একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ বছর সরকারিভাবে বালিয়াডাঙ্গী উপজেলায় কৃষক পর্যায়ে ১৩টি প্রকল্প এসেছে। প্রতিটি প্রকল্পের জন্য চারটি রিং, টিনের চালাসহ কেঁচো ও প্রয়োজনীয় উপকরণ বরাদ্দ আছে।
নিরাপদ সবজি চাষে কেঁচো সার
- ভার্মি কম্পোস্ট
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ফুলতলা গ্রামের কেঁচো চাষি হারুন অর রশিদ বলেন, ‘টিনের চালাতে ৭২টি ও খোলা জায়গায় ৫০টি রিং দিয়ে কেঁচো চাষ শুরু করেছিলাম। বৃষ্টিতে খোলা স্থানের কেঁচোগুলো নষ্ট হয়েছে।
তিনি আরো বলেন, ‘কেঁচো সার উৎপাদন পদ্ধতি সহজ। এখানে বিশেষ কোনো উপাদান নেই।
এলাকায় পেঁয়াজের বীজ চাষিদের কাছে ভার্মি সারের চাহিদা বেড়েছে। এ বিষয়ে পেঁয়াজের বীজ চাষি মতিউর রহমান বলেন, ‘আমি স্থানীয় এক কৃষি উপসহকারীর পরামর্শে জমিতে ভার্মি সার ব্যবহার করেছিলাম। এই সার ব্যবহারের কারণেই আমার ফলন অনেক বৃদ্ধি পেয়েছে।’
কৃষি উপসহকারী আতাউর রহমান জানান, গত বছর ২০০ বিঘা (৩৩ শতকে বিঘা হিসাবে) জমিতে পেঁয়াজের বীজ চাষ হয়েছিল। গত বছরের তুলনায় এ বছর পেঁয়াজের বীজের অনেক বেশি আবাদ হয়েছে। এসব আবাদে কেঁচো সার অত্যন্ত কার্যকরী। দিন দিন কেঁচো সারের চাহিদাও বাড়ছে। নিরাপদ সবজি ও ফল চাষের কথা মাথায় রেখে সরকারি ও বেসরকারিভাবে কেঁচো সার উৎপাদনে অনেকেই এখন ঝুঁকেছেন। অর্থনৈতিকভাবে অনেকে সফলও হয়েছেন ভার্মি সার উৎপাদন করে।
এ ব্যপারে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘স্বাস্থ্যসম্মত সবজি কিংবা ফল উৎপাদনে কেঁচো সারের বিকল্প নেই। আমরা কৃষক পর্যায়ে ভার্মি অর্থাৎ কেঁচো সার ব্যবহারে উৎসাহিত করছি। এটি ব্যবহারে ফলন অনেক বৃদ্ধি পায় এবং রাসায়নিক সারের ব্যবহারও কমে যায়। এটি মানবদেহের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব।’
সম্পর্কিত খবর

ভিডিও বার্তায় আসিফ নজরুল
বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা দেবে মালয়েশিয়া
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। গতকাল দেশটি এই ঘোষণা দেয়। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন, ‘মালয়েশিয়ায় আমাদের যে শ্রমিক ভাই-বোনরা আছেন, তাঁদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে বলে ঘোষণা দিয়েছে।

‘সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি’ ভাঙা নিয়ে বিতর্ক
- পুনর্নির্মাণে সহযোগিতা করতে চায় ভারত
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহ শহরের প্রায় ২০০ বছরের পুরনো বাড়ি ভেঙে শিশু একাডেমি ভবন নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। অনেকে দাবি করেছেন, বাড়িটি প্রখ্যাত লেখক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের।
বাড়িটি ভাঙার বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, এ সম্পর্কে তথ্য চেয়ে তিনি জেলা শিশুবিষয়ক কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। তিনি জানান, এটি রায় পরিবারের ঐতিহাসিক বাড়ি এবং সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নিবাস ছিল বলে তিনি বইয়ে জেনেছেন।
এদিকে গত রাতে জেলা প্রশাসক মো. মুফিদুল হক ঘটনাস্থলে বাড়িটির প্রকৃত মালিকের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যান। এ সময় তিনি ময়মনসিংহের স্থানীয় একাধিক বিশিষ্টজনের সঙ্গে কথা বলেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরনো এই ভবন একসময় শিশু একাডেমিরই অফিস ছিল। প্রায় ১০/১৫ বছর আগে ভবনটির দুরবস্থার জন্য শিশু একাডেমির অফিস এখান থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর ভবনটি পুরোপুরি বিধ্বস্ত ছিল। সম্প্রতি ভবনটি ভেঙে এখানে নতুন ভবন নির্মাণের সিদ্বান্ত নেয় শিশু একাডেমি।

মহাখালীতে পথশিশু ধর্ষণ মূল অভিযুক্ত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় ৯ বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে। গত সোমবার রাতে মহাখালী ক্যান্সার হাসপাতালের পেছনে শিশুটি ধর্ষণের শিকার হয়। রাতেই তাকে ওসিসিতে আনা হয়।

সংক্ষিপ্ত
নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) ৫১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পল্লবী থানা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব ও কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেনকে বদলি করা হলেও তাঁদের অংশটুকু সংশোধন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা আগামী ২২ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।