দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৮০ জন। আওয়ামী লীগ মনোনীত পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এসব আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকলেও তাঁদের নৌকার প্রতীক পাওয়ার সুযোগ নেই। নির্বাচনে সর্বশেষ বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২৬০।
প্রার্থিতা ফিরে পেলেন ২৮০ জন এখন বৈধ প্রার্থী ২২৬০
- ইসিতে আপিল শুনানি শেষ
নিজস্ব প্রতিবেদক

গতকাল শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) ভবনে আপিল শুনানি শেষে সন্ধ্যায় ভবনের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। আপিল শুনানি শেষে নৌকা প্রতীকের দুই প্রার্থী কক্সবাজার-১ আসনের সালাহ উদ্দিন আহমেদ এবং বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং অফিসাররা বৈধ ঘোষণা করলেও আওয়ামী লীগের তিনজন প্রার্থী—যশোর-৪ আসনে এনামূল হক বাবুল, ময়মনসিংহ-৯ আসনে মেজর (অব.) আব্দুস সালাম এবং ফরিদপুর-৩ আসনে শামীম হকের মনোনয়ন বাতিল করা হয়েছে। এসব আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকলেও তাঁদের নৌকা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানা গেছে।
ইসি সূত্র জানায়, প্রার্থিতা বাতিল হওয়ার কারণগুলো হলো স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল, ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব, হলফনামায় মিথ্যা তথ্য সংন্নিবেশ করা এবং হলফনামায় দেওয়া তথ্যে গরমিল। প্রার্থী বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের যথার্থতা নিয়েও প্রশ্ন ওঠে।
ইসি সচিব জানান, নানা ইস্যুতে যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসারদের মাধ্যমে প্রার্থিতা বাতিল হয়েছিল ৭৩১ জন প্রার্থীর। আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৮০ জন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, যেখানে কোনো দলীয় প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে, সেখানে সেই দলের নতুন করে প্রার্থী দেওয়ার সুযোগ নেই। তবে চাইলে জোটভুক্ত দলের প্রার্থীরা সেই দলের প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এ ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের দলীয় প্রতীক পাওয়ার সুযোগ নেই।
ইসি কর্মকর্তারা জানান, আপিল শুনানি শেষ হলেও প্রার্থী তালিকা এখনই চূড়ান্ত করা সম্ভব নয়। কারণ মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে। এ ছাড়া হাইকোর্টে দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। সেখানে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। এতে বৈধ প্রার্থীর সংখ্যা কমতে বা বাড়তে পারে।
শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল
বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে ইসি। এর আগে শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। আবেদন নামঞ্জুর করে ইসি। ফলে শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল থাকল।
আমুর বক্তব্যে সন্তুষ্ট ইসি
জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি যাতে ভঙ্গ না হয়, সে বিষয়ে ভবিষ্যতে সতর্ক থাকার বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) আশ্বাস দিয়েছেন ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমু। তাঁর বক্তব্যে কমিশনও সন্তুষ্ট।
সম্পর্কিত খবর

শুভ কাজে সবার পাশে
যুক্তিবোধ-বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে ঢাকা কলেজে বিতর্ক প্রতিযোগিতা
- টাঙ্গাইলে মাদকসেবীদের কাউন্সেলিং ও মাদকের ভয়াবহতা নিয়ে সেমিনার

যুক্তিবোধ ও বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার আয়োজনে ‘এসো যুক্তিতে আলোকিত হই’ শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মাদকসেবীদের কাউন্সেলিং ও মাদকের ভয়াবহতা নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :
ঢাকা : যুক্তিবোধ-বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার আয়োজনে ‘এসো যুক্তিতে আলোকিত হই’ শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বিষয় ছিল ‘পরিবেশদূষণে জনগণের অসচেতনতাই দায়ী’।
অন্যদিকে বিরোধী দল বলে, সরকারের কঠোরতাই পারে পরিবেশদূষণ রোধ করতে। বিভিন্ন আইন-কানুন প্রয়োগের মাধ্যমে পরিবেশদূষণ রোধ করা সম্ভব। বিতর্ক শেষে অংশগ্রহণকারীদের সনদ ও পুরস্কার দেওয়া হয়।
টাঙ্গাইল : বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মাদকসেবীদের কাউন্সেলিং ও মাদকের ভয়াবহতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের বাগানবাড়ি পানির ট্যাংকি বাজারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগানবাড়ি সমাজপতি আতোয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেবুব ইসলাম রুমন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরাফাত রহমান, কোষাধ্যক্ষ আল আমিন ও প্রচার সম্পাদক সুজন মিয়া।

সংক্ষিপ্ত
আরো ৬০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুজিব পরিবারের নাম বাদ
নিজস্ব প্রতিবেদক

শেখ মুজিবুর রহমান ও তাঁর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের নামে থাকা দেশের আরো ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এসংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। এতে সই করেছেন উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী। আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের বিষয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়।

বিপিএমসিএ নির্বাচনে সভাপতি মহিউদ্দিন সম্পাদক মোয়াজ্জেম
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি পদে ডা. শেখ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংগঠনটির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ১৫ বছরের পুরনো সংগঠনের এটিই প্রথম নির্বাচন।
ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বে তিন সদস্যের বোর্ড এ নির্বাচন পরিচালনা করে।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর অন্তর নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি। গত সাত মেয়াদে সমঝোতার ভিত্তিতে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। এবার নির্বাচন হওয়ায় প্রায় দেড় দশক পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় বিপিএমসিএর সাধারণ ভোটাররা।
বিপিএমসিএর নির্বাচিত সভাপতি ডা. শেখ মহিউদ্দিন ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের নির্বাহী পরিচালক।
সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজের চেয়ারম্যান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অধ্যাপক ডা. এম এ মুকিত। তিনি সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের অধ্যাপক।

ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত অবনতি এবং কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
বক্তব্যে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘অন্তর্বর্তী সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে মব কালচার উসকে দিচ্ছে। তারা ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ। সংস্কারের নামে কিছু এনজিওকর্মী এখন গণতন্ত্রপন্থী ছাত্ররাজনীতির ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছে।
সমাবেশে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘একটি গুপ্ত সংগঠন দেশে চক্রান্ত করে চলেছে। আমরা এ অবস্থার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কক্সবাজারের হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি করছি।’
এ ছাড়া বুধবার দুপুরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও গাড়িবহরে দফায় দফায় হামলা চালান আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।