দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮২ জন। এর মধ্যে ঢাকায় ১৩৫ জন, ঢাকার বাইরে ৫৪৭ জন। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেঙ্গুতে দুই মৃত্যু হাসপাতালে ৬৮২
নিজস্ব প্রতিবেদক

গত এক দিনে হাসপাতালে নতুন ডেঙ্গু রোগীদের নিয়ে বর্তমানে চিকিৎসাধীন ২ হাজার ৬৮৯ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ৩৮৮। তাদের মধ্যে ২ লাখ ৫ হাজার ৯৮৪ জনই ঢাকার বাইরের বিভিন্ন জেলার রোগী। ঢাকার ১ লাখ ৮ হাজার ৪০৪ জন।
গত এক দিনে একজন ঢাকায় ও একজন ঢাকার বাইরে হাসপাতালে মারা গেছে। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছরে এ পর্যন্ত মৃত্যু হলো এক হাজার ৬৩৪ জনের। এর মধ্যে ঢাকায় ৯৪৫ জন ও ঢাকার বাইরে ৬৮৯ জন।
সম্পর্কিত খবর

কক্সবাজার আ. লীগ অফিস এখন পৌর স্বাস্থ্যকেন্দ্র
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার জেলা আওয়ামী লীগ অফিস এখন কক্সবাজার পৌরসভার স্বাস্থ্য সেবা কেন্দ্র। পৌর পরিষদের এক সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে জেলা আওয়ামী লীগ অফিস ভবনের সামনে ও পেছনে স্বাস্থ্যসেবার সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।
জানা যায়, শহরের লালদীঘির পূর্বপারে জেলা আওয়ামী লীগের পাকা অফিস ভবনটির অবস্থান। পৌর কর্তৃপক্ষের মালিকানাধীন লালদীঘির পারের দক্ষিণ পারে একসময় অফিসটি ছিল।
৫ আগস্ট সরকার পরিবর্তনের দিন জেলা আওয়ামী লীগের অফিসটির যাবতীয় আসবাব ও দরজা-জানালা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এর পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এটি।

মাহফুজ হত্যার বিচার দাবিতে মানববন্ধন
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর

ফ্লাইওভার থেকে নামার সময় টঙ্গীতে ছিনতাইকারীর আক্রমণে নিহত কলেজছাত্র মাহফুজুর রহমান হত্যার বিচারের দাবিতে পৃথক পৃথক মানববন্ধন হয়েছে।
গতকাল শুক্রবার টঙ্গীর কলেজ গেট ও টঙ্গী পূর্ব থানা কম্পাউন্ডে দুপুর ১২টায় এ দুটি মানববন্ধন হয়।
নিরাপদ সড়ক আন্দোলন গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব, পশ্চিম ও বাসন থানার উদ্যোগে টঙ্গী কলেজ গেটের সামনে ছুরিকাঘাতে নিহত মাহফুজুর রহমান হত্যার বিচার এবং সড়কের নিরাপত্তা নিশ্চিতে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য দেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির আহম্মেদ, টঙ্গী পশ্চিম থানার জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. আব্দুল লতিফ, টঙ্গী পশ্চিম থানা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক হাবিবুর রহমান সুজন প্রমুখ।
এদিকে একই সময় টঙ্গী পূর্ব থানা কম্পাউন্ডের ভেতরে টঙ্গী যুবসমাজের উদ্যোগ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পদযাত্রার সমাবেশে বক্তারা
খুলনার ৬টি আসনে প্রার্থী দেবে এনসিপি
খুলনা অফিস

আগামী নির্বাচনে খুলনার ছয়টি আসনেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন এনসিপি নেতারা। গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে খুলনার শিববাড়ী মোড়ের পথসভায় বত্তৃদ্ধতাকালে এনসিপি নেতারা এই ঘোষণা দেন। এ সময় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে এনসিপির প্রার্থীদের বিজয়ী করে নতুন বাংলাদেশ গড়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। ‘খুলনার মাটিতে পরিবর্তনের ডাক : জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি’ এবং ‘পরিবর্তনের বার্তা নিয়ে খুলনায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা’ স্লোগানে অনুষ্ঠিত পদযাত্রার এ পথসভায় বত্তৃদ্ধতা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপি নেতা আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় নেতারা।

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী
ছোট সাজ্জাদের ভারী অস্ত্রগুলো কোথায়?
- ছোট সাজ্জাদের অস্ত্রের উৎস পাহাড়ি সন্ত্রাসীরা : পুলিশ
ফারুক মুনির, চট্টগ্রাম

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের কাছে থাকা অস্ত্রগুলো এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে অনুসন্ধান চালিয়েও এসব অস্ত্রের খোঁজ পাওয়া যায়নি। অথচ পুলিশের কাছে সাজ্জাদ ও তাঁর সহযোগীদের কাছে ভারী অস্ত্র থাকার তথ্য রয়েছে। এখন প্রশ্ন উঠেছে, একে-৪৭সহ অত্যাধুনিক এসব অস্ত্র তাহলে কোথায়?
নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) একাধিক কর্মকর্তা বলেছেন, ছোট সাজ্জাদের এসব অস্ত্রের উৎস পাহাড়ি সন্ত্রাসীরা।
গত ১৫ মার্চ রাজধানীর একটি বিপণিকেন্দ্র থেকে গ্রেপ্তারের পর ছোট সাজ্জাদ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ বহু অপরাধের অভিযোগে মামলা রয়েছে।
হত্যাকাণ্ড, চাঁদাবাজিসহ অপরাধমূলক নানা ঘটনার পর চট্টগ্রাম মহানগর পুলিশের এক ওসিকে নগ্ন করে পেটানোর হুমকি দিয়ে আলোচনায় আসা ছোট সাজ্জাদের অস্ত্রের ভাণ্ডার এখনো আড়ালে।
পুলিশের কাছে তথ্য রয়েছে, তাঁর ভাণ্ডারে একে-৪৭সহ অত্যাধুনিক অস্ত্র রয়েছে। সাজ্জাদ নিজে ব্যবহার করতেন আমেরিকায় তৈরি দামি পিস্তল। প্রায় ২৫ জন সহযোগী রয়েছে তাঁর।
সাজ্জাদ গ্রেপ্তার হলেন, বিভিন্ন মামলায় ২৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো, তবু তাঁর এসব অস্ত্রের হদিস মিলছে না কেন?
কালের কণ্ঠের এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করার শর্তে সিএমপির একজন উপকমিশনার জানান, ছোট সাজ্জাদের অস্ত্রের উৎস পাহাড়ি সন্ত্রাসীরা। তাঁর বাহিনীতে কমপক্ষে ২৫ জন সক্রিয় সদস্য রয়েছে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা পর্যালোচনা করে দেখেছি, ‘সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান’ ছাড়া ছোট সাজ্জাদের অস্ত্রভাণ্ডারে হাত দেওয়া এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ।” সাজ্জাদ তাঁর সহযোগীদের পাহাড়ে নিয়ে অস্ত্র চালনায় দক্ষ করে তুলেছেন বলেও জানান তিনি।
একই প্রশ্নের জবাবে সাজ্জাদের মামলা তদারকির দায়িত্বে থাকা একজন অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘সাজ্জাদের বেশ কয়েকজন সহযোগীকে আমরা গ্রেপ্তার করতে পারলেও ভাগ্নে মোহাম্মদ, ইমনসহ একাধিক সন্ত্রাসী এখনো ধরাছোঁয়ার বাইরে। অস্ত্রগুলো দুর্গম পাহাড়ে সংরক্ষিত বলে সাজ্জাদ নিজেও স্বীকার করেছে। তার সহযোগীরাও একই তথ্য দিয়েছে। অস্ত্র ব্যবহারের দরকার হলে তারা সেগুলো পাহাড় থেকে সমতলে নিয়ে আসে। অপরাধ ঘটিয়ে আবার পাহাড়ে ফেরত নেওয়া হয়। অস্ত্র আনা-নেওয়ার কাজে তার সহযোগী ছাড়াও পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীরা কাজ করে। সব হিসাব-নিকাশ করে আমরা এগাব, অবশ্যই এগাব। অবৈধ অস্ত্র কারো হাতে থাকবে না।’
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ হিসেবে পরিচিত। বায়েজিদ, চান্দগাঁও, পাঁচলাইশ এলাকায় আরো এক সাজ্জাদ রয়েছেন। তিনি বিদেশে পলাতক আরেক শীর্ষ সস্ত্রাসী সাজ্জাদ আলী।
ছোট সাজ্জাদের বিরুদ্ধে ২০২৪ সালের ২৯ আগস্ট রাতে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন-কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিসকে হত্যার অভিযোগ রয়েছে। ২১ অক্টোবর প্রকাশ্য দিবালোকে চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকায় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে গুলি করে হত্যা করেন সাজ্জাদ।