বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় হিফজুল কোরআনের প্রতিযোগিতা ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’-এর রংপুর জোনের অডিশনে ১০ জন হাফেজ নির্বাচিত হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে নগরের সিও বাজারের পাশে কেল্লাবন্দ আদর্শ বহুমুখী দাখিল মাদরাসার মাঠে এ অডিশন অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার হাফেজরা অংশ নেয়। এতে রেজিস্ট্রেশন করে প্রায় ৩৫০ জন হাফেজ।
তাদের মধ্য থেকে নির্বাচিত ১০ জন প্রতিযোগী ঢাকায় জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বে অংশ নেবে। জাতীয় পর্যায়ে বিজয়ীরা অংশ নেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায়।
অনুষ্ঠানে প্রথম পর্যায়ে স্থানীয় বিচারক ছিলেন হাফেজ মাওলানা আতিকুর রহমান, কারি ইউনুস, শাহজাহান আলী ও আব্দুল হাকিম। দ্বিতীয় পর্যায়ে বিচারক ছিলেন হাফেজ মাওলানা কারি নুরুদ্দিন আহমেদ, মিজানুর রহমান, শাহাদাত হোসাইন ও ওয়াহিদুজ্জামান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র পেশ ইমাম বায়তুল মোকাররমের মিজানুর রহমান এবং ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হুদা।
প্রতিটি জোন থেকে মূল্যায়িত সেরা হাফেজরা ইয়েস কার্ড প্রাপ্তির মাধ্যমে দ্বিতীয় রাউন্ডে অংশ নেবে। এরপর তাদের নিয়ে শুরু হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। দেশবরেণ্য ইসলামিক স্কলার ও অভিজ্ঞ হাফেজদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী তাদের মধ্য থেকে আটজন হাফেজকে বিজয়ী হিসেবে নির্বাচিত করবেন।
আয়োজকরা জানিয়েছেন, সারা দেশের ১১টি জোন থেকে অনূর্ধ্ব-১৬ বছর বয়সী কোরআনের হাফেজরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এরই মধ্যে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ জোনের প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে।
এ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের প্রথম বিজয়ী পাবে ১০ লাখ টাকা, দ্বিতীয় বিজয়ী পাবে সাত লাখ টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে পাঁচ লাখ টাকা ও সম্মাননা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার দুই লাখ টাকা করে সঙ্গে সম্মাননা।
ষষ্ঠ থেকে অষ্টম স্থান অর্জনকারী তিনজন পাবে এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননা। এবারও জাতীয় পর্যায়ের বিজয়ীরা পাচ্ছে মা-বাবা, শিক্ষকসহ ওমরাহ পালনের সুযোগ। আর প্রতিযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ের প্রথম বিজয়ী পাবে ১৫ লাখ টাকা পুরস্কার। দ্বিতীয় বিজয়ী পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা এবং তৃতীয় বিজয়ী পাবে সাত লাখ টাকা ও সম্মাননা।
প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম ও ক্যাপিটাল এফএম। পবিত্র রমজান মাসে ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’ আয়োজনটি সম্প্রচারিত হবে নিউজটোয়েন্টিফোর টেলিভিশনে।