যত্রতত্র ঘরবাড়ি বা শিল্প-কারখানা নির্মাণ না করার লক্ষ্যে দেশের সব উপজেলায় ভূমি ব্যবহারে একটি মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশ দেন। ২০১৯ সালে প্রধানমন্ত্রী এমন এক নির্দেশ দিয়েছিলেন। চার বছরেও এর বাস্তবায়ন না হওয়ায় তিনি এ ব্যাপারে জোরালো তাগিদ দেন।
মন্ত্রিসভার বৈঠক
সব উপজেলায় মাস্টারপ্ল্যান হচ্ছে
- * চার বছরেও হয়নি মহাপরিকল্পনার কাজের অগ্রগতি * অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য-উপাত্ত ব্যবহার করা যাবে না
নিজস্ব প্রতিবেদক

বৈঠকে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমতি ছাড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য-উপাত্ত ব্যবহারের পথ বন্ধ করতে আইনটি হচ্ছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ভূমি ব্যবহারে প্রতিটি উপজেলায় একটি মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে জানানো হয়েছে, তারা এ লক্ষ্যে কাজ শুরু করেছে।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, সব উপজেলায় মাস্টারপ্ল্যান করার জন্য ২০১৯ সালে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল।
মাস্টারপ্ল্যানের কাজ শেষ করতে কত দিন লাগতে পারে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উপজেলায় মাস্টারপ্ল্যানের কাজ তড়িঘড়ি করে হয় না। অনেক বিষয় বিবেচনায় নিতে হয়। এ জন্য আরো কিছু সময় লাগবে।
অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ব্যবহার করা যাবে না
মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন বলেন, তথ্য এখন সব থেকে বড় রিসোর্স। ডিজিটাল যুগে তথ্য ব্যবহার কৌশলগত রিসোর্স হিসেবে পরিগণিত হয়। তথ্য এখন সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটি উপকরণ। তথ্য ব্যবহারের ব্যবস্থাপনা কিংবা একজন ব্যক্তির তথ্য ব্যবহারের ক্ষেত্রে তার সম্মতির প্রয়োজন হয়, সেটি নিশ্চিত করার জন্য বাংলাদেশ উপাত্ত সুরক্ষা বোর্ড প্রতিষ্ঠা করা হবে। সেই বোর্ড এসব বিষয় দেখাশোনা করবে।
উপাত্ত যাঁরা সংগ্রহ করবেন, তাঁদের জন্য অনুসরণীয় কিছু নীতিমালা, বিধি-বিধান থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘বোর্ড এসব তৈরি করবে। সেসব মেনেই সবাইকে তথ্য সংগ্রহ ও বিতরণ করতে হবে। যাঁরা তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া করবেন, তাঁদেরও বোর্ডে নিবন্ধিত হতে হবে।’
মন্ত্রী-সচিবদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর
বর্তমান সরকারের সময়ে পাঁচ বছর নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় সরকারের এখন শুধু রুটিন কাজ করার কথা। সে ক্ষেত্রে মন্ত্রিসভার বৈঠক কিভাবে হচ্ছে, এই প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদসচিব বলে ন, সংবিধানের বর্তমান যে বিধান আছে, সেখানে কিন্তু এখন যে সরকার আছে, স্বাভাবিক কার্যক্রম চলমান রাখার ক্ষেত্রে কোনো বাধা নেই। সে অনুযায়ী মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টেকনোক্র্যাট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা মিলিয়ে যে ছয়জন পদত্যাগ করেছেন তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করে গেজেট কবে হবে, এ প্রশ্নে মাহবুব হোসেন বলেন, ‘এ রকম কোনো নির্দেশনা এখনো পাইনি। নতুন কোনো নির্দেশনা আমার কাছে আসেনি।’
জয়িতা ফাউন্ডেশন আইন
নারীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব তৈরি করতে জয়িতা ফাউন্ডেশন আইন ২০২৩-এর খড়সার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদসচিব বলেন, জয়িতা ফাউন্ডেশন কম্পানি আইনের আওতায় নিবন্ধিত। সেটাকে এখন পুরোপুরি নিজস্ব আইনের আওতায় আনা হচ্ছে। খসড়া অনুযায়ী, জয়িতা ফাউন্ডেশনে পরিচালনা পর্যদের সভাপতি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এই পর্যদের সদস্যসচিবের দায়িত্বে থাকবেন। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় থেকে এবং সরকার কর্তৃক নারী উদ্যোক্তাদের নিয়ে এটার বোর্ড গঠিত হবে।
বার্ষিক প্রতিবেদন নিয়ে মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘প্রতি অর্থবছর শেষে আমাদের রুলস অব বিজনেস অনুসারে মন্ত্রিপরিষদ বিভাগকে সব মন্ত্রণালয় থেকে তথ্য নিয়ে বার্ষিক প্রতিবেদন তৈরি করতে হয়। সব মন্ত্রণালয় যেমন বার্ষিক প্রতিবেদন তৈরি করে, আবার সব মন্ত্রণালয়ের তথ্য নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে হয়। গতকাল সেই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।’
সম্পর্কিত খবর

ভুয়া স্বাক্ষর ও প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তাঁর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। কিন্তু ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

ঢাকা কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙায় দুঃখ প্রকাশ অর্থ উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক

১৯০ বছরের ঐহিত্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের পুরনো ভবন ভাঙায় দুঃখ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্কুলের বিল্ডিং ভেঙে না ফেলে হেরিটেজ আকারে রাখা যেত। গতকাল শুক্রবার সকালে ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভেঙে ফেলা হয়েছে, এখন আর কিছু করার নেই।

সংক্ষিপ্ত
হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দীন উমরের শারীরিক উন্নতি
নিজেস্ব প্রতিবেদক

বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য জানান। ফয়জুল হাকিম বলেন, ‘গত ২২ জুলাই ভোর ৫টার দিকে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত কারণে বদরুদ্দীন উমরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। ছবি : কালের কণ্ঠ
।