১১ দিন ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে তিনি ঢাকায় ফেরেন। গত ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটযোগে ঢাকা ছেড়েছিলেন।
রাষ্ট্রদূত ও কূটনীতিকদের তাঁদের কর্মস্থল থেকে নিজ দেশে বা অন্যত্র ছুটিতে যাওয়া স্বাভাবিক নিয়ম হলেও রাষ্ট্রদূত পিটার হাসের সফরটি বেশ আলোচিত হয়।