<p>বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের জোট ছেড়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে তাঁর নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ (হাটহাজারী, বায়েজিদ আংশিক) আসনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার হাটহাজারী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই ঘোষণা দেন।</p> <p>উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্যসচিব গিয়াসউদ্দিন, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. ফখরুল হাসান, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন, সদস্যসচিব মো. ওয়াহিদুল আলম ও পৌর যুবদলের আহ্বায়ক মির্জা এমদাদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বর্তমান সরকার অবৈধ এবং তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশ কল্যাণ পার্টি যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়। এতে হাটহাজারীর সাধারণ মানুষ ও বিএনপির মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। মুহাম্মদ ইবরাহিম শেষ বয়সে এসে স্বেচ্ছাচারিতা, অনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণ করে এই ঘৃণিত কাজ করেন।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘মুহাম্মদ ইবরাহিমের নির্বাচনে কাজ করতে গিয়ে হাটহাজারী বিএনপি এবং অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী হামলা, মামলা ও নির্যাতনের শিকার হলেও তিনি কারো খোঁজখবর নেননি।</p> <p> </p>