<p>যশোরের কেশবপুরে বিদ্যালয়ের জায়গা দখল করে দোকানঘর তৈরির অভিযোগ উঠেছে। এদিকে দোকান মালিকরা জায়গা না ছাড়ায় বন্ধ রয়েছে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণের কাজ।</p> <p>জানা গেছে, কেশবপুর-ভাণ্ডারখোলা সড়কের পাশে অবস্থিত ভাণ্ডারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শতক জায়গা অবৈধভাবে দখল করে চায়ের দোকান, মুদি দোকানসহ ৯টি দোকানঘর তৈরি করেছেন স্থানীয় ৯ ব্যক্তি। সম্প্রতি উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে বিদ্যালয়ের দখলকৃত জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দোকান মালিকরা জায়গা না ছাড়ায় এই কাজ বন্ধ রয়েছে।</p> <p>বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা লুবনা খানম বলেন, ‘দোকান মালিকদের জায়গা ছেড়ে দিতে বললেও তাঁরা ছাড়ছেন না।<br /> এর ফলে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ করা সম্ভব হচ্ছে না।’</p> <p>আব্দুল মান্নান গাজী নামের এক দোকান মালিক বলেন, ‘স্কুলের জায়গায় তাঁরা কোনো দোকান দেননি। দোকানের পেছনের অংশের এক চালা স্কুলের জায়গায় পড়েছিল। সেটি ভেঙে দেওয়া হয়েছে।’</p> <p>এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন বলেন, দ্রুত উভয় পক্ষকে ডেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।</p> <p> </p>