দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। নিবন্ধিত পাঁচটি দল মোট ৬৯৮টি মনোনয়ন ফরম বিক্রি করেছে।
গত শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। দলটির দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত তিন দিনে ৩০৪ জন জাসদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এতে দলটির আয় হয়েছে ১৫ লাখ ২০ হাজার টাকা।
আজ মঙ্গলবার ১৪ দলীয় জোট সদস্য দলটির মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। ২৩ নভেম্বর মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সাক্ষাৎকার শুরু করবে দলটি। বিকেল ৩টায় গুলিস্তানের কর্নেল তাহের মিলনায়তনে মনোনয়ন বোর্ডের সভা হবে।
তৃণমূল বিএনপি
বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপি চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন লাভ করে। সাবেক দুই বিএনপি নেতা সমশের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে দলটি।
প্রধানমন্ত্রীর সঙ্গে দুই শীর্ষ নেতার সাক্ষাৎ
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তৃণমূল বিএনপির দুই শীর্ষ নেতা। গত রবিবার রাতে দলটির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমূর আলম খন্দকার শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান।
দুই ঘণ্টার বেশি সময় বৈঠক শেষে রাত ১০টার দিকে তাঁরা বেরিয়ে আসেন।
আজ সোমবার বিকেলে তৈমূর আলম খন্দকার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন। আমরা তাঁর কাছে আমাদের চাহিদা জানিয়েছি। তবে আসন ভাগাভাগি বা এসংক্রান্ত কোনো আলাপ হয়নি।
’
বিএসপি
ইসি কমিশনের সদ্য নিবন্ধনপ্রাপ্ত দল বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি বিভিন্ন সংসদীয় আসনে ১৫২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। দলটির আয় সাত লাখ ৬০ হাজার টাকা।
রবিবার চট্টগ্রাম-২ ও ঢাকা-১৪ আসনের মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে বিএসপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
বিএনএফ
দ্বিতীয় দিনের মতো দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। এ পর্যন্ত ২১ জন দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে আয় হয়েছে ৪২ হাজার টাকা।