বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে কুড়িগ্রামে শিশুদের শীতের ত্বক সুরক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শুভসংঘের উলিপুর উপজেলা শাখার পক্ষ থেকে বালারচর রশিদিয়া নুরানি হাফিজিয়া মাদরাসায় ৪০ জন শিশু শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে পেট্রোলিয়াম জেলি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বালারচর রশিদিয়া নুরানি হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুর রশিদ, মাদরাসার শিক্ষক হাফেজ আরিফুল ইসলাম ও আপেল মাহমুদ, শুভসংঘের উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মানু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবাইর জিহাদী প্রমুখ।
আব্দুর রশিদ বলেন, ‘এই মাদরাসার প্রায় সব শিশুই গরিব পরিবারের।