বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হারুন-অর-রশিদ ‘আন্ডারস্ট্যান্ডিং ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ পলিটিকস : অ্যাচিভমেন্ট অ্যান্ড চ্যালেঞ্জেস’ (বাংলাদেশের ৫০ বছরের রাজনীতি অনুধাবন : সংগ্রাম, অর্জন ও চ্যালেঞ্জ) নামের নতুন বই লিখেছেন। বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা রাউটলেজ লন্ডন ও নিউ ইয়র্ক থেকে একযোগে বইটি প্রকাশ করছে।
বইটিতে ভূমিকা ও উপসংহার ছাড়া পাঁচটি অধ্যায় রয়েছে। প্রধানত দ্বিধারায় বিভক্ত বাংলাদেশের সাংঘর্ষিক রাজনীতির কারণ অনুসন্ধান, অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে প্রধান বাধা, নির্বাচনকালীন সরকারব্যবস্থা, নাগরিক সমাজের স্বরূপ, রাজনৈতিক উন্নয়নে বিচার বিভাগের ভূমিকা, স্বাধীনতা-উত্তর বঙ্গবন্ধু সরকারের সামনে চ্যালেঞ্জ এবং তাঁর দ্বিতীয় বিপ্লব সম্পর্কে মূল্যায়ন, বাংলাদেশের উন্নয়ন-বিস্ময় এবং এ ক্ষেত্রে রাষ্ট্র ও এনজিওর ভূমিকা ইত্যাদি বিষয়ে একজন নির্মোহ গবেষকের দৃষ্টিতে আলোকপাত করা হয়েছে।