সংখ্যালঘুদের সুরক্ষায় সব রাজনৈতিক পক্ষের ঐক্যের প্রতি গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। তিনি বলেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মিত হবে না। এ বিষয়ে সব রাজনৈতিক পক্ষের ঐকমত্য জরুরি।
গতকাল রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সংগঠনগুলোর ঐক্যমোর্চা আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সরকারি দলের সংখ্যালঘুবান্ধব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে চলমান কর্মসূচির বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রানা দাশগুপ্ত বলেন, ‘সরকার দুর্গাপূজায় হামলার পেছনের ষড়যন্ত্রকারীদের বিচার নিশ্চিত করলে হামলার পুনরাবৃত্তি ঘটত না। মণ্ডপে হামলার অতীত ঘটনাগুলোর সুষ্ঠু বিচার হলে সংখ্যালঘুদের আজও শঙ্কায় থাকতে হতো না। সরকার চাইলে এমন ঘটনা ঘটবে, আর না চাইলে ঘটবে না।
’
তিনি জানান, আগামী ৬ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আয়োজনের আগের সিদ্ধান্ত বাতিল করে আগামী ৪ নভেম্বর শনিবার বেলা ২টায় একই স্থানে মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আগামী ৬ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় সারা দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি দলের প্রতিশ্রুতি অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকায় তা অনুষ্ঠিত হবে বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে।
সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নিমচন্দ্র ভৌমিক।
উপস্থিত ছিলেন মনীন্দ্র কুমার নাথ, মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার, পলাশ কান্তি দে প্রমুখ।