জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রলীগের হল কমিটি এবং শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে অক্টোবরে বলে জানিয়েছেন দুই ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা।
দলীয় সূত্রে জানা যায়, জাবিতে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থাকলেও নেই হল কমিটি। এদিকে শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি নেই আট বছর ধরে।
গত বছর ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি গঠিত হয়।
এর পূর্ণাঙ্গ কমিটি হয় গত বছরের নভেম্বরে। তবে এখনো হল কমিটি দিতে পারেনি তারা।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, প্রতিটি হলে তারা এরই মধ্যে কর্মিসভা করেছে। শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল কালের কণ্ঠকে বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন, ছাত্রলীগকে আরো গতিশীল করার লক্ষ্যে আমরা অক্টোবরেই হল কমিটি দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
’
তিনি আরো বলেন, ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য যা যা করা প্রয়োজন ছাত্রলীগ তা-ই করবে। ক্যাম্পাসকে কেউ অস্থিতিশীল করতে চাইলে তা প্রতিহত করা হবে।’
অন্যদিকে শাখা ছাত্রদলের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১৬ সালে। সামনের কমিটিতে পদপ্রত্যাশী একাধিক কর্মী জানান, কমিটি না থাকায় বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে পারছে না ছাত্রদল।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তাদের ন্যায্য দাবি-দাওয়াও তুলে ধরতে পারছে না। এই দুঃসময়ে দ্রুত কমিটি দেওয়া উচিত। তাহলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগের নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারবে শাখা ছাত্রদল।
শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি না থাকায় সাংগঠনিক স্থবিরতা কাজ করছে। নেতাকর্মীদের মাঝেও হতাশা।
প্রশাসনের সঙ্গে যৌক্তিক দাবি নিয়েও কথা, অন্য ছাত্র সংগঠনের সঙ্গে আলাপ-আলোচনাও করা যাচ্ছে না।’
কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান বলেন, ‘সামনের নির্বাচনকেন্দ্রিক আন্দোলন এবং ক্যাম্পাসে অবস্থান ও সাধারণ শিক্ষার্থীদের দাবি-দাওয়া, ছাত্রলীগের নির্যাতনের প্রতিরোধসহ নানা বিষয় চিন্তা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্রুত কমিটি দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।’