বরগুনার বামনা উপজেলায় মাসব্যাপী বকুলগাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বসুন্ধরা শুভসংঘের বামনা উপজেলা শাখার উদ্যোগে বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি গুণসম্পন্ন বকুলগাছের চারা রোপণ করে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। ১৮ জুলাই থেকে শুরু করে মাসব্যাপী উপজেলার চারটি ইউনিয়নের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন হাটবাজার ও খেলার মাঠের পাশে ১০০ বকুলগাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাসির মোল্লা, প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, শুভসংঘের বামনা উপজেলা শাখার উপদেষ্টা মনোতোষ হাওলাদার, সহসভাপতি মাসুদ রেজা ফয়সাল প্রমুখ।
মনোতোষ হাওলাদার বলেন, ‘বামনা উপজেলায় মাসব্যাপী ঔষধি গুণসম্পন্ন বকুলগাছের চারা রোপণের উদ্যোগ নেয় শুভসংঘ। ১৮ জুলাই থেকে শুরু হয় এই কর্মসূচি। মাসব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে ১০০ বকুলগাছের চারা রোপণ করা হয়েছে। এসব গাছ বড় হলে অনেক মানুষ সেগুলো থেকে উপকার পাবে।
’
বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান বলেন, ‘শুভসংঘ হাসপাতাল চত্বরে দুটি বকুল চারা রোপণ করেছে। এক মাসে চারা দুটি বেশ বড় হয়েছে। শুভসংঘকে হাসপাতালের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’
আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুরে শুভসংঘের আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে রাজিহার ইউনিয়নের চেংগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে বকুলসহ বিভিন্ন প্রজাতির গাছের ১৫০টি চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আয়েসা খানম ও সেলিনা আক্তার, আইনজীবী সমিরন রায়, শুভসংঘের আগৈলঝাড়া উপজেলা শাখার উপদেষ্টা সরদার হারুন রানা, সহসভাপতি মো শাহ আলোম রাঢ়ী, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান প্রমুখ।
গাছের চারা পেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অররা হাসান বলে, ‘আমাকে শুভসংঘ গাছের চারা দিয়েছে। আমি বাড়ি গিয়ে এই চারা লাগাব। গাছ আমাদের ছায়া দেবে, রোদে গাছের নিচে বসতে পারব।
’
গোপালগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
গোপালগঞ্জে মেয়েদের স্বাস্থ্যগত ঝুঁকি এবং বয়ঃসন্ধিকালের সমস্যা ও করণীয় বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শুভসংঘের গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শহরের বিনাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এ ছাড়া সেমিনারে উপস্থিত ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (স্যানিটারি ন্যাপকিন) বিতরণ করা হয়েছে।
সেমিনারে ছাত্রীদের স্বাস্থ্যগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জোয়ারিয়া কলেজের প্রভাষক সাথী হালদার। ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভয় পাওয়ার কোনো কারণ নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েদের শারীরিক গঠনে পরিবর্তন আসে। এ কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।’
শুভসংঘের শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ শাখার সভাপতি ও ইন্টার্ন চিকিত্সক অনামিকা জাহান আখি সেমিনারে বলেন, ‘মেয়েদের বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন এবং স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা হয়। বিভিন্ন হরমোনের কার্যকারিতায় মেয়েদের দৈহিক ও মানসিক পরিবর্তন ঘটে। স্বাস্থ্য সুরক্ষার জন্য এ বিষয়ে সবার সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।’
বিনাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সোনেকা বিশ্বাস বলেন, ‘এমন একটি বিষয়ে আমাদের মেয়েদের সচেতন করার জন্য শুভসংঘকে অসংখ্য ধন্যবাদ জানাই।’
শুভসংঘের সদস্য প্রীতি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ভিয়েতনাম গেল
শুভসংঘের ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখার সদস্য সৌরভী আকন্দ প্রীতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের সদস্য হয়ে ভিয়েতনামে গেল। ভিয়েতনামে আগামী ২০ থেকে ২৪ সেপ্টেম্বর এএফসি মেয়েদের এশিয়ান কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। গত রবিবার বিকেলে বাংলাদেশ দলটি দেশ ছাড়ে।
স্থানীয় সূত্র জানায়, গত এপ্রিলে সিঙ্গাপুরে প্রথম রাউন্ডে গ্রুপসেরা হয়ে এই দল দ্বিতীয় রাউন্ডে ওঠে। এই খেলায় প্রীতি মোট তিনটি গোল করে। প্রীতি নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের আবুল কালাম আকন্দের মেয়ে। সে নান্দাইল উপজেলার পাঁচরখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে বঙ্গবন্ধু ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্টে দেশসেরা দলের সেরা খোলোয়াড় হয়। এর পর থেকে তার খেলায় দৃষ্টি পড়ে জাতীয় টিম কর্তৃপক্ষের।
গত রবিবার দুপুরে বিমানবন্দরে পৌঁছেই এই প্রতিনিধির সঙ্গে মোবাইল ফোনে কথা বলে প্রীতি। সে বলে, ‘আমি বসুন্ধরা শুভসংঘের একজন সদস্য। তাই আমি শুভসংঘের মাধ্যমে সবার কাছে দোয়া চাই।’
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ শুভসংঘের মাধ্যমে প্রীতির পড়াশোনার খরচ চালাচ্ছে।
(প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা)