বাদামি ক্যানভাসের পুরোটায় পিঁপড়ার রাজত্ব। তার মধ্যে আধুনিক পোশাকে এক নারী। চেষ্টা করছে গোলাপি হাওয়াই মিঠাই খেতে। কিন্তু মিঠাইয়ের নিচের অংশে এবং তার হাতে বসে আছে দুটি কালো পিঁপড়া।
চিত্র প্রদর্শনী ‘সমকালের বয়ান’
নারীর প্রতিবন্ধকতা প্রতীকের মাধ্যমে তুলে ধরা হয়েছে
নিজস্ব প্রতিবেদক

ছবিটি শিল্পী আতিয়া ইসলাম এ্যানির। তাঁর এমন আরো ছবি প্রদর্শিত হচ্ছে ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে।
সমকালীন জীবন ও রাজনৈতিক প্রসঙ্গের ছবি দিয়ে সাজানো এই প্রদর্শনীর শিরোনাম ‘কনটেম্পোরারি ন্যারেটিভস’ বা ‘সমকালের বয়ান’। চলমান অস্থির সময়ে মানুষের হৃদয়যন্ত্রণা, প্রচলিত সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ, ঘৃণা, ক্ষোভ এবং সমাজে নারীর অবস্থানকে সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে এসব চিত্রে।
শিল্পী জানিয়েছেন, সমাজ বাস্তবতার এই ছবিগুলো ২০১২ থেকে ২০২৩ সালের মধ্যে এঁকেছেন তিনি। প্রদর্শনীর ২২টি ছবিই অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা। ‘সমকালের বয়ান’ তাঁর তৃতীয় একক চিত্র প্রদর্শনী।
গতকাল মঙ্গলবার বিকেলে প্রদর্শনী ঘুরে দেখছিলেন সানজানা ও মারুফ ইসলাম। তাঁরা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী। ছবি প্রসঙ্গে জানতে চাইলে দুজনই নারীকেন্দ্রিক ছবিগুলো তাঁদের বিশেষ ভালো লেগেছে বলে জানান।
মারুফ বলেন, শিল্পী নিজের অভিব্যক্তি প্রকাশের জন্য অনেক ছবিতেই রূপক চিহ্ন ও প্রতীকের আশ্রয় নিয়েছেন। কিছু ছবিতে মানুষের শরীর রয়েছে, কিন্তু মাথাটা নেই।
সম্পর্কিত খবর

ভুয়া স্বাক্ষর ও প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তাঁর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। কিন্তু ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

ঢাকা কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙায় দুঃখ প্রকাশ অর্থ উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক

১৯০ বছরের ঐহিত্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের পুরনো ভবন ভাঙায় দুঃখ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্কুলের বিল্ডিং ভেঙে না ফেলে হেরিটেজ আকারে রাখা যেত। গতকাল শুক্রবার সকালে ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভেঙে ফেলা হয়েছে, এখন আর কিছু করার নেই।

সংক্ষিপ্ত
হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দীন উমরের শারীরিক উন্নতি
নিজেস্ব প্রতিবেদক

বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য জানান। ফয়জুল হাকিম বলেন, ‘গত ২২ জুলাই ভোর ৫টার দিকে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত কারণে বদরুদ্দীন উমরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। ছবি : কালের কণ্ঠ
।