সংবিধান অনুসারে নির্বাচনের দাবিতে এবং দেশে বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আজ শনিবার রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে যাচ্ছে নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে যাওয়া নতুন দল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। আজ সকাল ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
দলটির দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী গতকাল শুক্রবার কালের কণ্ঠকে বলেন, ‘আমরা আমাদের এ কর্মসূচিতে অন্য কোনো দলকে আমন্ত্রণ জানাইনি। তবে আমরা যে নিবন্ধন পেতে যাচ্ছি, সে জন্য সমমনা কয়েকটি দলের প্রতিনিধি আমাদের অভিনন্দন জানাতে আসতে পারেন।
’
তিনি আরো বলেন, এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয় গত ৮ জুলাই। এ বিষয়ে ডিএমপির অনুমোদনও পাওয়া গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) এবার প্রায় অপরিচিত যে দুটি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে, তার একটি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। দলটিকে নিবন্ধন না দিতে নির্বাচন কমিশনে (ইসি) গত বৃহস্পতিবার আপত্তি জানিয়েছেন দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারীর আপন ভাই ও বোনেরা।
তাঁদের অভিযোগ, সন্ত্রাসের মাধ্যমে জোর করে পারিবারিক সম্পত্তি দখল করে সেই সম্পত্তি দলের কেন্দ্রীয় এবং অন্যান্য কার্যালয় হিসেবে দেখানো হয়েছে। এ ধরনের মিথ্যা তথ্যের ভিত্তিতে দলটিকে নিবন্ধন না দিতে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের কাছে তাঁরা লিখিত আবেদন করেন।