ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (ডিইউএমইউএনএ) উদ্যোগে চার দিনব্যাপী ন্যাশনাল মডেল জাতিসংঘ সম্মেলন গতকাল বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কনফারেন্স উদ্বোধন করেন।
‘Towards Equitable Governance : Embracing Data-Driven Transformation for an Inclusive World’ শীর্ষক সম্মেলনে ডিইউএমইউএনএর মহাসচিব ফারিহা ফাইয়াজ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনের মডারেটর অধ্যাপক দেলোয়ার হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের মহাপরিচালক সৈয়দ মুনতাসির মামুন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডোলান্ড এবং অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মামুন মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।