মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ছাদে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে স্থানীয় এক ওয়ার্ড ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত শেখ শাকিল সদর থানায় পৌর ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় ধর্ষণ মামলাটি করেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের পুরনো ভবনের ছাদে এই ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে জানা যায়, ওই কিশোরীর মা হাসপাতালের কর্মচারী। তাই হাসপাতালে যাওয়া-আসা ছিল তাঁর। মঙ্গলবার রাতে চার-পাঁচজন সহযোগীকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন শাকিল। রাত সাড়ে ১২টায় লোকজন কমে এলে কিশোরীকে ডেকে সিঁড়ির সামনে নিয়ে প্রেমের প্রস্তাব দেন শাকিল।
এতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি দেখিয়ে তাকে টেনে ছাদে নিয়ে ধর্ষণ করেন ওই ছাত্রলীগ নেতা। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যান শাকিল।
মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান বলেন, ‘ভুক্তভোগীর মা শাকিলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। অভিযুক্ত শাকিল পলাতক।
তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।’
মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানান, পুলিশ প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা এ বিষয়ে বলেন, অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পৌর ছাত্রলীগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্ত্রীর ছেলের নামে মামলা
রাজধানীর কল্যাণপুরে এক গৃহকর্মীকে (১৮) ধর্ষণের অভিযোগে আকাশ (৩৪) নামের গৃহকর্ত্রীর এক ছেলের নামে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
১৫ জুন রাত ২টার দিকে ধর্ষণের এই ঘটনা ঘটে।
মিরপুর থানা পুলিশ সূত্র জানিয়েছে, ওই তরুণী মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর ১১ নম্বর রোডের একটি বাসায় তিন-চার বছর ধরে পরিচারিকার কাজ করতেন। গৃহকর্ত্রীর ছেলে আকাশ প্রায় এক বছর ধরে তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে গর্ভধারণ প্রতিরোধক ওষুধ সেবন করাতেন। মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে রাজধানীর ধানমণ্ডি ১৫ নম্বর এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাহাদী হাসান জারিফকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধানমণ্ডি থানার ওসি পারভেজ ইসলাম বলেন, কোতোয়ালি থানা এলাকা থেকে ধানমণ্ডি থানা পুলিশের একটি দল গ্রেপ্তার করে।