১০ বছর পর পুলিশের অনুমতি নিয়ে রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ করল জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে বিএনপির দাবির সঙ্গে মিলিয়ে জামায়াতও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দাবি করেছে। এ দাবি আদায়ে নেতাকর্মীদের রাজপথে নামার প্রস্তুতির পাশাপাশি সরকারকে আলোচনায় বসার আহ্বান জানান নেতারা।
গতকাল দুপুর আড়াইটায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আটক নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ হয়।
শেষ হয় বিকেল পৌনে ৫টায়।
দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন প্রমুখ বক্তব্য দেন। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়।
দলের নেতারা জানান, পুলিশের অনুমতি না পাওয়ায় তাঁরা দীর্ঘ এক যুগ আনুষ্ঠানিকভাবে কোনো সভা-সমাবেশ করতে পারেননি।
সর্বশেষ তাঁরা পুলিশের অনুমতি নিয়ে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি মতিঝিল সড়কে বিক্ষোভ মিছিল করেছিলেন।
লিখিত বক্তব্যে সরকারের উদ্দেশে মুজিবুর রহমান বলেন, দেশের মানুষ দলীয় সরকারের অধীন নির্বাচন মানবে না। তাই শুভ বুদ্ধির পরিচয় দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের ব্যবস্থা করুন, এর বিকল্প নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন, দলীয় নেতাকর্মীদের মুক্তি, দলের সব কার্যালয় খুলে দেওয়াসহ ১০ দফা দাবি তুলে ধরেন তিনি।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আপনারা যাঁরা সরকারে আছেন, আপনারাও বলছেন নিরপেক্ষ নির্বাচনের কথা। আমরাও চাই সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের কথা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। কিন্তু ‘ডালমে কুচ কালা হ্যায়।’ ২০১৪ সালের নির্বাচন, ২০১৮ সালের নির্বাচন গেছে।
এবার সেভাবে হতে দেওয়া হবে না। এবার নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীন। আলোচনায় আসুন। সমাধান পাবেন।”
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় রাজপথে জামায়াত আন্দোলন করবে বলেও জানান তিনি। আব্দুল্লাহ তাহের বলেন, এবারের নির্বাচন হবে একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীন। এর জন্য যা যা করা দরকার, আন্দোলন করা দরকার, সব করা হবে। তিনি সরকার ও সব বিরোধী দলকে নিয়ে ঐক্যের আহ্বান জানিয়ে একটি সঠিক বাংলাদেশকে তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানান।