পটুয়াখালীর দুমকীতে সুমি আক্তার (২০) নামের এক গৃহবধূর হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। পরে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায়। অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে তাঁর হাত, বুক, পেটসহ শরীরের অনেকাংশ ঝলসে গেছে।
গৃহবধূর হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা
পটুয়াখালী ও দুমকী প্রতিনিধি

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নূতনবাজারসংলগ্ন শাহজাহান মুন্সির (দারোগা) ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুমকী সাতানী গ্রামের বাসিন্দা প্রিন্স ও সুমি আক্তার দম্পতি চলতি মাসের শুরুতে শাহজাহান দারোগার ভাড়া বাসায় ওঠেন। দুপুরের হঠাৎ তাঁদের বাসায় চিৎকার ও গোঙানির শব্দে ছুটে গিয়ে বাইরে থেকে দরজার ছিটকিনি বন্ধ দেখা যায়। ভেতরে ঢুকে অগ্নিদগ্ধ গৃহবধূ সুমি আক্তারকে হাত-পা বাঁধা অবস্থায় গড়াগড়ি করতে দেখে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সম্পর্কিত খবর

আজ কেএমপির সংবাদ সম্মেলন
কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে ছাত্র-জনতার অবরোধ
- ব্লকেড কর্মসূচি চলাকালে টানা বৃষ্টির মধ্যে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে, সড়কে ব্যারিকেড দিয়ে কর্মসূচি পালন করে
খুলনা অফিস

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে গতকাল সোমবার কেএমপির সদর দপ্তরের সামনে ‘ব্লকেড’ কর্মসূচি পালিত হয়। ছাত্র-জনতার ব্যানারে এ আন্দোলন হলেও গতকালের কর্মসূচিতে ছিলেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে খুলনার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন আহবান করেছে কেএমপি।
কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে আন্দোলনকারীদের পক্ষে তানভীর আহমেদ জানান, গতকাল বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কেএমপি সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
গতকালের ব্লকেড কর্মসূচি চলাকালে টানা বৃষ্টির মধ্যে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে এবং সড়কে ব্যারিকেড দিয়ে কর্মসূচি পালন করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশ কমিশনারের অপসারণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে স্লোগান দেন।
উল্লেখ্য, গত ২৪ জুন এসআই সুকান্ত কুমার দাশকে আটক করে খানজাহান আলী থানা-পুলিশের কাছে সোপর্দ করে ছাত্র-জনতা।

বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের বিষয়ে উদ্যোগ না নিতে আবেদন
নিজস্ব প্রতিবেদক

বিভাগীয় শহরে স্থায়ীভাবে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের বিষয়ে উদ্যোগ না নিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
গতকাল হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের (বিচার) কার্যালয়ে আবেদনটি জমা দেন আইনজীবী সাইফুল ইসলাম। এদিকে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বিক্ষোভ করেছেন একদল আইনজীবী। সাধারণ আইনজীবীদের ব্যানারে বিক্ষোভ করার পর তাঁরা সমিতি ভবনের সামনে সমাবেশ করেন।
গত ৩ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের নবম দিনের সংলাপ হয়। সংলাপ শেষে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, ‘সংবিধানের ১০০ অনুচ্ছেদ সংশোধনের জন্য ঐকমত্য হয়েছে। বলা হয়েছে, রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে। তবে রাজধানীর বাইরে প্রতিটি বিভাগে প্রধান বিচারপতির পরামর্শক্রমে এক বা একাধিক বেঞ্চ থাকবে।
বিক্ষোভ সমাবেশে তাঁরা বলেন, সংবিধান ও আপিল বিভাগের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে অবৈধভাবে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। এতে বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের পরিবর্তে আরো বাড়বে।

সাবেক মেয়র আইভী দুই দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জ প্রতিনিধি

রিকশাচালক মো. তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির এই আদেশ দেন।
এর আগে ফতুল্লা থানার মো. সাইদ ওরফে চাঁদ মিয়া হত্যাচেষ্টা মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘উচ্চ আদালতে মামলাটা বিচারাধীন। আমরা আদালতে এটা উপস্থাপন করেছি। আদালত রাষ্ট্রপক্ষের শুনানি গ্রহণ করে উচ্চ আদালতের বিচারাধীন মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এটা আমার ওকালতিজীবনে প্রথম দেখলাম।
তিনি আরো বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। আইভীর বিরুদ্ধে কোন ধারায় অভিযোগ তার বর্ণনা নেই। রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা নামঞ্জুর আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন বলেন, একটি হত্যা ও আরেকটি হত্যাচেষ্টা মামলায় আইভী এজাহারনামীয় হুকুমের আসামি। আদালত হত্যা মামলায় দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।

আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে বলল ইসি
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ ছাড়া অন্য নিবন্ধিত দলগুলোকে গত পঞ্জিকা বছরের (২০২৪ সাল) আয়-ব্যয়ের হিসাব দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সচিবের বরাত দিয়ে বাংলানিউজ জানায়, নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।
রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পর পর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।
গত বছর হিসাব জমা দেওয়ার পর আওয়ামী লীগের তহবিল ১০০ কোটিতে পৌঁছেছে বলে জানিয়েছিলেন দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান।
এদিকে বিএনপি আয়-ব্যয়ের পর পাঁচ লাখ টাকা ঘাটতিতে ছিল বলে জানা গেছে।