ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের ওপর অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে সোহেল মাহমুদ নামের এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে।
গতকাল বুধবার সকালে কুষ্টিয়া হাউজিং আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত সোহেল মাহমুদ অগ্রণী ব্যাংকের কুষ্টিয়া জেলার চৌড়হাস শাখার কর্মকর্তা।
এই ঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।
এদিকে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার বিচার চেয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভাগটির শিক্ষার্থীরা।
দায়িত্বপ্রাপ্ত প্রক্টর শফিকুল ইসলাম বলেন, ‘তাদের দাবি যৌক্তিক। আমি তাদের লিখিতভাবে দাবি জানাতে বলেছি।’
তবে হামলার অভিযোগ অস্বীকার করে সোহেল মাহমুদ বলেন, ‘আমি মারধরের সঙ্গে জড়িত নই।
’
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে মারধরের অভিযোগে জেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক সামশাদ রানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালের এ ঘটনায় সেদিন সন্ধ্যায় মামলা করা হলে রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে সামশাদ রানু বলেন, ‘প্রখর তাপদাহের মধ্যে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের সকাল ৯টার পর থেকে বিদ্যালয়ের মাঠে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়।
আমি শ্রেণিকক্ষ খুলে দিতে বললে প্রধান শিক্ষক বলেন, এ দায়িত্ব আমার নয়। তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন।’
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) : শিক্ষার্থী কর্তৃক আলমডাঙ্গার নিগার সিদ্দিকী কলেজের কম্পিউটার অপারেটর আবুল হায়াত লাঞ্ছিত হওয়ার ঘটনায় কলেজের চলমান পরীক্ষা বয়কট করা হয়েছে।
৮ জুন অধ্যক্ষ ও লাঞ্ছিত শিক্ষকসহ কলেজের একটি প্রতিনিধিদল অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির দাবি জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এ ঘটনার প্রতিবাদে কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করেছেন শিক্ষকরা।