প্রস্তাবিত বাজেটে ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস বিশেষত ব্যাংকব্যবস্থা থেকে বেশি ঋণ নেওয়ার প্রাক্কলন করা হয়েছে, যা বেসরকারি খাতের ঋণপ্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে। বিপুল পরিমাণ ঋণ নিলে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নষ্ট হবে। বিদ্যুৎ-জ্বালানির সংকট মেটাতে বিশেষ দিকনির্দেশনা নেই। ‘স্মার্ট বাংলাদেশ’ স্লোগান থাকলেও আইসিটি যন্ত্রাংশের ওপর শুল্ক-কর বাড়ানো হয়েছে।
অ্যামচেমের আলোচনায় বক্তারা
সরকার অনেক ঋণ নিলে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নষ্ট হবে
নিজস্ব প্রতিবেদক

গতকাল বুধবার রাজধানী ঢাকার বনানীতে শেরাটন হোটেলে বাজেটোত্তর আলোচনাসভার আয়োজন করে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। সেখানে আলোচকরা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মূল প্রবন্ধে আহসান এইচ মনসুর বলেন, বাজেট ঘাটতি মেটাতে প্রায় এক লাখ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার প্রাক্কলন করা হয়েছে। বেসরকারি ব্যাংকে উচ্চ সুদ হওয়ায় এরই মধ্যে চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারকে ঋণ নিতে হবে। দুই বছর এত বিপুল পরিমাণ ঋণ নিলে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নষ্ট হবে।
সৈয়দ এরশাদ বলেন, বাজেটকে পুরোপুরি ব্যবসাবান্ধব বলা যাবে না। রাজস্ব খাত সংস্কারে উল্লেখযোগ্য দিকনির্দেশনা চোখে পড়েনি। পদক্ষেপগুলো নেওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে।
আব্দুল মজিদ বলেন, প্রতিটি মন্ত্রণালয় বা সংস্থা নিজস্ব চিন্তা-চেতনার ভিত্তিতে আইনের খসড়া বানিয়ে থাকে। সমাজে এর প্রভাব কী পড়বে, তা খুব কম বিবেচনা করা হয়। নতুন আয়কর আইনের ক্ষেত্রে তেমন যাতে না হয় সে জন্য সংসদ সদস্যদের আইনটি ভালোভাবে পড়া উচিত।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বলা হচ্ছে আইএমএফের চাপে সরকার এটা করছে, ওটা করছে। এটা ঠিক নয়। আইএমএফ ডাক্তারের মতো, তারা হয়তো প্রেসক্রিপশন দেয়, চাপ দেয় না। ফ্রি মার্কেট ইকোনমিতে যে কেউ এটা দিতে পারে। তিনি আরো বলেন, ঋণ আবেদন করার পর সবচেয়ে দ্রুত সময়ে বাংলাদেশকে ঋণ দিয়েছে আইএমএফ। অথচ অনেক দেশই এ সময় ঋণ চেয়ে পায়নি। কারণ তারা জানে, বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা আছে।
সম্পর্কিত খবর

ভিডিও বার্তায় আসিফ নজরুল
বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা দেবে মালয়েশিয়া
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। গতকাল দেশটি এই ঘোষণা দেয়। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন, ‘মালয়েশিয়ায় আমাদের যে শ্রমিক ভাই-বোনরা আছেন, তাঁদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে বলে ঘোষণা দিয়েছে।

‘সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি’ ভাঙা নিয়ে বিতর্ক
- পুনর্নির্মাণে সহযোগিতা করতে চায় ভারত
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহ শহরের প্রায় ২০০ বছরের পুরনো বাড়ি ভেঙে শিশু একাডেমি ভবন নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। অনেকে দাবি করেছেন, বাড়িটি প্রখ্যাত লেখক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের।
বাড়িটি ভাঙার বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, এ সম্পর্কে তথ্য চেয়ে তিনি জেলা শিশুবিষয়ক কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। তিনি জানান, এটি রায় পরিবারের ঐতিহাসিক বাড়ি এবং সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নিবাস ছিল বলে তিনি বইয়ে জেনেছেন।
এদিকে গত রাতে জেলা প্রশাসক মো. মুফিদুল হক ঘটনাস্থলে বাড়িটির প্রকৃত মালিকের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যান। এ সময় তিনি ময়মনসিংহের স্থানীয় একাধিক বিশিষ্টজনের সঙ্গে কথা বলেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরনো এই ভবন একসময় শিশু একাডেমিরই অফিস ছিল। প্রায় ১০/১৫ বছর আগে ভবনটির দুরবস্থার জন্য শিশু একাডেমির অফিস এখান থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর ভবনটি পুরোপুরি বিধ্বস্ত ছিল। সম্প্রতি ভবনটি ভেঙে এখানে নতুন ভবন নির্মাণের সিদ্বান্ত নেয় শিশু একাডেমি।

মহাখালীতে পথশিশু ধর্ষণ মূল অভিযুক্ত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় ৯ বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে। গত সোমবার রাতে মহাখালী ক্যান্সার হাসপাতালের পেছনে শিশুটি ধর্ষণের শিকার হয়। রাতেই তাকে ওসিসিতে আনা হয়।

সংক্ষিপ্ত
নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) ৫১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পল্লবী থানা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব ও কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেনকে বদলি করা হলেও তাঁদের অংশটুকু সংশোধন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা আগামী ২২ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।