ব্যাবসায়িক পেশাজীবী হিসেবে যোগাযোগ দক্ষতার বিকাশ ও উৎকর্ষ সাধনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিকাডো-২০২৩’ শীর্ষক ব্যবসা যোগাযোগ প্রতিযোগিতা। ১৪ দিনব্যাপী প্রতিযোগিতাটি গত ২৩ মে এক কর্মশালার মধ্য দিয়ে শুরু হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন শর বেশি শিক্ষার্থী অংশ নেন।
গতকাল মঙ্গলবার ছিল এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিল কালের কণ্ঠ পত্রিকা।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টিম প্যানিক অ্যাটাক (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস), প্রথম রানার আপ হয়েছে টিম ডিজিটাল (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়), দ্বিতীয় রানার আপ হয়েছে টিম এল পেনসাডারস (ব্র্যাক বিশ্ববিদ্যালয়)।
পাঁচটি পর্বে অনুষ্ঠিত হয় কমিউনিকাডো-২০২৩।
গত ২৩ মে অনুষ্ঠিত কর্মশালার প্রধান লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দক্ষতা ও তথ্য দেওয়ার মাধ্যমে আন্ত বিশ্ববিদ্যালয় ব্যাবসায়িক যোগাযোগ প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা। ৯০ মিনিটের প্রশিক্ষণটি উপস্থিত সবার জন্য ছিল তথ্যপূর্ণ ও মূল্যবান।
এরপর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রায় ১১০টি দলে ভাগ হয়ে আন্ত বিশ্ববিদ্যালয় ব্যাবসায়িক যোগাযোগ প্রতিযোগিতায় অংশ নেন। ব্যাবসায়িক যোগাযোগের দক্ষতা প্রদর্শনের এ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পায় ২০টি দল।
যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিযোগিতায় সেরা ছয়টি দল অংশ নেয় ফাইনাল রাউন্ডে। নিজেদের ব্যবসা যোগাযোগের সৃজনশীলতা প্রদর্শন, বিপক্ষ দলের উপস্থাপনা পর্যালোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার শেষ পর্ব। শেষ পর্বে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার ও অর্থ বিতরণ করা হয়।