২০২৩-২৪ অর্থবছরে সংস্কৃতি খাতে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, তা অপ্রতুল বলে এ খাতে বাজেট বাড়ানোর দাবি জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সংস্কৃতিকর্মীরা বলেছেন, জাতির নানা সংকটে সংস্কৃতিকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করলেও জাতীয় বাজেটে সংস্কৃতি খাতকে বরাবর উপেক্ষা করা হয়। ২০২৩-২৪ অর্থবছরের জন্য জাতীয় সংসদে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে। এই অর্থবছরে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৬৯৯ কোটি টাকা, যা জাতীয় বাজেটের মাত্র ০.০৯১৭৬ শতাংশ। সংস্কৃতিকর্মীরাও জাতির সব সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা সত্ত্বেও জাতীয় বাজেটে সংস্কৃতি খাত সবচেয়ে উপেক্ষিত রয়ে গেল।
সম্পর্কিত খবর

ট্রেনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শামীমা আক্তার ওরফে আঙ্গুরী (৪৫) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা-বেনাপোল রেললাইনের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দি গ্রামের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষিকা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দি গ্রামের বাসিন্দা ও সারসাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ জানান, শুক্রবার দুপুর সোয়া বারোটার ১২টার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেসে কাটা পড়ে শামীমা আক্তার নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

সংক্ষিপ্ত
অদম্য লিতুনজিরার বাড়িতে ইউএনও
মণিরামপুর (যশোর) প্রতিনিধি

অদম্য মেধাবী লিতুনজিরার পাশে থাকবে প্রশাসন। এসএসসিতে জিপিএ ৫ পাওয়ার খবর শুনে যশোরের মণিরামপুরের ইউএনও নিশাত তামান্না গতকাল শুক্রবার তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান। জন্ম থেকেই হাত-পা না থাকলেও আত্মশক্তি ও প্রবল ইচ্ছাশক্তির মাধ্যমে মুখ দিয়ে লিখেই সব শ্রেণিতে প্রথম স্থান ধরে রাখে সে। উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগমের মেয়ে লিতুনজিরা বলে, ‘আমি সমাজের বোঝা হতে চাই না।

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় পানি বাড়তে শুরু করেছে

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় পানি বাড়তে শুরু করেছে। সেখানে জেলেদের জালে রুই, পাঙ্গাশ, আইড়, বাঘাইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। শিকারে নামার আগে ফেরিঘাটের পন্টুনে নৌকা ভিড়িয়ে জাল মেরামতের কাজ করছেন একদল জেলে। গতকাল দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায়।

সেনা সদস্যের সহায়তায় বাড়ি ফিরলেন সেই কইতরুন্নেছা
মাহফুজ শাকিল, কুলাউড়া (মৌলভীবাজার)

মানসিকভাবে কিছুটা অসুস্থ, নিঃসন্তান নারী কইতরুন্নেছা (৬৮)। স্বামী পরিত্যক্তা এ নারী থাকেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা গ্রামের বাবার বাড়িতে। তিনি গত জুন মাসের শেষ সপ্তাহে পরিবারের কাউকে কোনো কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় তাঁর কোনো খোঁজ মেলেনি।
গত ৯ জুলাই ওই বৃদ্ধার শাহাবউদ্দিন নামের এক নাতি ফেসবুকে ছবি দেখে তাঁর দাদিকে চিনতে পারেন। জানা যায়, তিনি মাদারীপুরে অবস্থান করছেন। সেখানে বৃষ্টিতে ভিজে স্থানীয় টেকেরহাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। ওই প্রতিষ্ঠানে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প রয়েছে।
গত বৃহস্পতিবার কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদে বৃদ্ধা কইতরুন্নেছাকে তাঁর ভাতিজা উম্মর আলী ও নাতি শাহাবউদ্দিন শিহাবের কাছে হস্তান্তর করা হয়।
সেনা সদস্য সৈয়দ কামরুল ইসলামের বাড়ি কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে। তিনি বলেন, ‘কইতরুন্নেছা ভিজে আমাদের সেনা ক্যাম্পের বারান্দায় এসে ওঠেন। কথা বলার সময় বৃদ্ধাকে কিছুটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছিল।
কইতরুন্নেছার নাতি শাহাবউদ্দিন শিহাব জানান, মাঝেমধ্যে তিনি ঘর থেকে বের হয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে চলে যান। কয়েক দিন পর আবার ফিরেও আসেন। তিনি বলেন, ‘এবার উনার খোঁজ না পেয়ে আমরা অনেক চিন্তায় পড়ে যাই। তবে দুশ্চিন্তা দূর হয় যখন সেনা সদস্য কামরুল ইসলামের ফেসবুক পোস্টের সূত্রে আমার দাদির সন্ধান পাই।’