নীলফামারীর সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত নতুন একটি আন্ত নগর ট্রেন চালু করতে যাচ্ছে রেলওয়ে। আগামী ৪ জুন এই ট্রেন চলাচলের নাম নির্ধারণ ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সকাল ১০টায় তিনি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
নতুন এই ট্রেন চলাচলের সময় ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।