সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে গতকাল সোমবার সিলেট অঞ্চলে এবং ৬৬ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রংপুর অঞ্চলে আন্তর্জাতিক ‘জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩’ উদযাপন করা হয়।
আইএসপিআর জানায়, দিবসটি উপলক্ষে সিলেট ও রংপুর পিসকিপার্স রানসহসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের অনুষ্ঠানে ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সিলেটের এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, ‘বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে আজ আমরা বিশ্বের শান্তিরক্ষী বাহিনী প্রেরণের ক্ষেত্রে সর্ববৃহৎ শান্তিরক্ষী বাহিনীর আসনে অধিষ্ঠিত।