দেশের পাঁচ বিভাগের বেশির ভাগ জায়গায় এবং তিন বিভাগের ১১টি অঞ্চলে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ মঙ্গলবার আরো ছড়িয়ে পড়তে পারে। এই তাপপ্রবাহ আরো দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, নীলফামারী, সিলেট, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট, ফেনী ও বান্দরবান অঞ্চল এবং ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আজ আরো বিস্তার লাভ করতে পারে।
এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামী দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে পরের পাঁচ দিনে (শুক্রবার থেকে মঙ্গলবার) সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা আগের দিনের তুলনায় বেড়েছে ১.৪ ডিগ্রি। এ সময় রাজধানীতে তাপমাত্রা বেড়েছে ১.৩ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের কোথাও বৃষ্টির খবর মেলেনি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ কালের কণ্ঠকে জানান, গতকাল সারা দেশে তাপমাত্রা বেড়েছে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। মূলত বৃষ্টিপাত কমে আসায় তাপমাত্রা বাড়ছে। তাপপ্রবাহ সামনের দিনগুলোতে আরেকটু ছড়াতে পারে। তবে এটা খুব তীব্র হবে না, মৃদু থেকে মাঝারি অবস্থায় থাকবে।
এ সময় রাতের তাপমাত্রা কিছুটা অস্বস্তির কারণ হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। তিনি বলেন, ‘বাতাসে যথেষ্ট জলীয়বাষ্প থাকায় দিনের তাপমাত্রা অনেক বেশি বাড়বে না। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।’