ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা বলেছেন, ‘ওআইসি সব সময় রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিয়ে আসছে। ফিলিস্তিন সমস্যার পাশাপাশি রোহিঙ্গা সমস্যাকেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হচ্ছে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় ওআইসি। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে ওআইসি সব সময় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে ওআইসি
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার

গতকাল কক্সবাজারের রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে ওআইসি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে গাম্বিয়া সরকার রোহিঙ্গা গণহত্যার যে বিচার দিয়েছে, সে বিচারপ্রক্রিয়া সম্পন্নের জন্য ওআইসি কাজ করে যাচ্ছে।
রোহিঙ্গা প্রতিনিধিদল ওআইসি মহাসচিবের কাছে মিয়ানমারে তাদের জাতিগত স্বীকৃতি, নাগরিকত্ব, নিরাপত্তা, নিজেদের ভিটেমাটি ফিরিয়ে দেওয়া এবং রোহিঙ্গা গণহত্যার বিচার সম্পন্ন করাসহ বিভিন্ন দাবি তুলে ধরে।
ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে ওআইসির মহাসচিব এবং প্রতিনিধিদলকে স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তা, ইউএনএইচসিআরের প্রতিনিধিরা।
সম্পর্কিত খবর

মৃত্যুবার্ষিকী

মুহাম্মদ কলিমউল্লাহ
কালের কণ্ঠের চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদের বাবা মুহাম্মদ কলিমউল্লাহর ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ জুলাই। এ উপলক্ষে বাদ আসর ফরিদগঞ্জ কেন্দ্রীয় মসজিদ ও উপজেলা পরিষদ মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
।
শোক

মনির আহমেদ
কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক ফারুক মুনিরের বাবা মনির আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বাদ আসর জানাজা শেষে মরদেহ ফেনীর সোনাগাজী উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর ৮ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুটি হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে মো. রাসেল হত্যা মামলায় পাঁচ দিন এবং লিটন উদ্দিন হত্যা মামলায় তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাঁকে আদালতে হাজির করা হয়।

চৌধুরী নাফিজ সরাফত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা
নিজস্ব প্রতিবেদক

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত ও তাঁর স্ত্রী আঞ্জুমান আরা সাহিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দুটি করা হয়েছে। দুটি মামলায় ৭১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।