নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, না হলে এ দেশে নির্বাচন হবে না বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার বিকেলে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার শর্তহীন মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ১০ দফা দাবিতে লালমনিরহাট জেলা বিএনপি এ জনসভার আয়োজন করে। জনসভায় জেলার পাঁচ উপজেলার বিএনপি নেতাকর্মী ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা যোগ দেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, সারের দাম এখন অনেক। আজকে মানুষ ডিম, মাছ, মাংস কিনতে পারে না। যত ব্যবসায়ী আছে তারা সবাই আওয়ামী লীগ। তারা সব জিনিসের দাম বাড়িয়েছে।
বর্তমান সরকারকে দোষারোপ করে তিনি আরো বলেন, এক যুগের বেশি হয়ে গেছে, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের সব অর্জন ধ্বংস করেছে। অর্থনীতি, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা ও ব্যাংকিং সেক্টরকে একেবারে ফোকলা করে দিয়েছে। অথচ তারা শুধুই উন্নয়নের দাবি তুলছে।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের প্রায় ৪০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সাবেক এমপিসহ হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে। ক্রসফায়ারের নামে নেতাকর্মীদের হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। অসংখ্য শিশু বাবার জন্য, অসংখ্য স্ত্রী তার স্বামীর জন্য, অনেক মা তার সন্তানের ফিরে আসার প্রতীক্ষায় রয়েছে।’
জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলার সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান প্রমুখ।