চার দিনের সরকারি সফরে গতকাল সোমবার নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সফরে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর পাবনায় এটিই তাঁর প্রথম সফর।
গতকাল সোমবার দুপুরে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করে।