সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলতি সপ্তাহে দেশব্যাপী অসহায় ও দুস্থদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার আইএসপিআর জানায়, সর্বমোট ছয় হাজার ১৩০টি পরিবারের মধ্যে ভাতের চাল, পোলাও চাল, চিনিগুঁড়া চাল, ডাল, আটা, চিনি, তেল, সেমাই, নুডলস, চা-পাতা, দুধ, লবণ, আলু, পেঁয়াজ, মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আইএসপিআর আরো জানায়, সেনাবাহিনীর সাত পদাতিক ডিভিশনের বরিশাল, পটুয়াখালী, বরগুনা, গোপালগঞ্জ, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট; ১০ পদাতিক ডিভিশনের রামু বাজার, পাঞ্জেখানা বাজার, থোইংগ্যাকাটা বাজার, পানেরছড়া বাজার, চকরিয়া, ফাঁসিয়াখালী, আলীকদম; ১১ পদাতিক ডিভিশনের শাহাজাহানপুর, মাগুরগাড়িতে অবস্থিত জামুন্না পল্লী বন্ধু স্কুল মাঠসংলগ্ন এলাকা ও নাগেরভিটা; ১৭ পদাতিক ডিভিশনের সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ; মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী; সুনামগঞ্জের ছাতক ও কোম্পানীগঞ্জ; হবিগঞ্জের মাধবপুর ও লাখাইয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়া ১৯ পদাতিক ডিভিশনের শেরপুর ও নেত্রকোনা; ৫৫ পদাতিক ডিভিশনের খুলনা, টুঙ্গিপাড়া, নড়াইল ও যশোর; ৬৬ পদাতিক ডিভিশনের পার্বতীপুর, লালমনিরহাট, কাউনিয়া, কুড়িগ্রাম, দেবীগঞ্জ ও রানীশংকৈলসহ বিভিন্ন স্থানে এসব সামগ্রী বিতরণ করা হয়।