‘রমজান মাসে বসুন্ধরা গ্রুপ সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেভাবে ভোক্তা পর্যায়ে বিক্রি করছে, তাদের দেখে অন্যদেরও এগিয়ে আসা উচিত। এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।’ গতকাল শনিবার বিভাগীয় শহর বরিশালের চৌমাথা বাজারসংলগ্ন সিঅ্যান্ডবি রোডে সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য হাতে পেয়ে এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান।
মনিরুজ্জামান বলেন, ‘বাজারে তেল, আটা, ময়দা, নুডলসসহ সব কিছুরই তো অনেক দাম।
রোজার মাসে কোনো ঝামেলা ছাড়া বাজার থেকে কম দামে তেল ও আটা নিতে পারলাম—এই সুযোগই বা কজনে পায়। সেখানে বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগটি সত্যিই মানুষের কাজে আসছে।’
সাশ্রয়ী মূল্যে সেমাই, আটা, নুডলস, বিভিন্ন ধরনের মসলা, সয়াবিন তেল সাশ্রয়ী মূল্যে কিনতে পেরে উচ্ছ্বসিত ক্রেতাদের মধ্যে কারি মো. বশির উদ্দিন মুন্সী বলেন, ‘বসুন্ধরা গ্রুপ যে সাধারণ মানুষের কথা চিন্তা করে এমন উদ্যোগ হাতে নিয়েছে, সে জন্য তাদের ধন্যবাদ জানাই। আর এই উদ্যোগ যাতে ভবিষ্যতে চালিয়ে যেতে পারে সে জন্য দোয়া করছি।
’
‘বসুন্ধরার পণ্য, ভোক্তার জন্য’—এই স্লোগান নিয়ে বিভাগীয় শহর বরিশালের একটি স্পটে শনিবার সকাল থেকে বসুন্ধরা গ্রুপের পণ্য বিক্রি শুরু হয়েছে। স্পটে থাকা ট্রাক থেকে ক্রেতারা বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তেল, আটা, ময়দা, নুডলসসহ ২৩টি পণ্য সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন। বরিশালে শুরু হওয়া এই কার্যক্রম রমজান মাসজুড়েই চলবে।
বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উইং ম্যানেজার মো. আবদুস ছালাম জানান, সাধারণ মানুষকে সুবিধা দিতে সাশ্রয়ী মূল্যে ট্রাক সেল কার্যক্রম শুরু করেছে বসুন্ধরা গ্রুপ।
বসুন্ধরা গ্রুপের সাশ্রয়ী মূল্যের ট্রাক থেকে ক্রেতারা এক লিটার সয়াবিন তেল ১৭৯ টাকা, পাম তেল ১১৫ টাকা, আটা এক কেজি ৬০ টাকা, ময়দা এক কেজি ৭৫ টাকা, সুজি ৪৪ টাকা, সেমাই ২০০ গ্রামের এক প্যাকেট ৩৮ টাকা, লাচ্ছা সেমাই ২০০ গ্রাম ৪২ টাকা, মুড়ি ২৫০ গ্রাম ৩০ টাকা, মুড়ি ৫০০ গ্রাম ৫২ টাকা, ইনস্ট্যান্ট মাসালা নুডলস চার প্যাক ৬০ টাকা, আট প্যাক ১১৫ টাকা, স্টিক নুডলস ১২৫ গ্রাম ১৬ টাকা, সি-শেল নুডলস ২০০ গ্রাম ৩২ টাকা, ম্যাকারলি ওয়েস্টার ২০০ গ্রাম ৩০ টাকা, হালিম মিক্স ২০০ গ্রাম ৫০ টাকা, মুরগির মসলা ১০০ গ্রাম ৬২ টাকা, বিরিয়ানির মসলা ৪০ গ্রাম ৫০ টাকা, গরুর মাংসের মসলা ১০০ গ্রাম ৭০ টাকা, হলুদ গুঁড়া ১০০ গ্রাম ৪৫ টাকা, মরিচ ১০০ গ্রাম ৬০ টাকা, ধনিয়া ১০০ গ্রাম ৩২ টাকা, জিরা ১০০ গ্রাম ৮০ টাকা, ম্যাজিক পটেটো ১৭ গ্রাম ৯ টাকায় নিতে পারবেন।