বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, বিপণিবিতান, মার্কেট, জনসমাগমস্থল, আদালত, পর্যটনস্থল, বিমানবন্দর, রেলস্টেশন, মসজিদসহ বিভিন্ন স্থানে নারীদের জন্য আলাদা নিরাপদ নামাজের স্থান রাখতে অথবা নির্মাণ করতে সরকারের বিভিন্ন দপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রাজধানীর ইন্দিরা রোডের বাসিন্দা শবনম ভুঁইয়ার পক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে রেজিস্ট্রি ডাকে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভুঁইয়া। নোটিশ গ্রহণ করার ৪০ দিনের মধ্যে নারীদের জন্য আলাদা নিরাপদ নামাজের স্থান রাখা অথবা নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করা হয়েছে।
আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভুঁইয়া কালের কণ্ঠকে বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে দৃশ্যমান উদ্যোগ না নিলে মক্কেলের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হবে।